ভালেনসিয়ার বিপক্ষে ড্র করা ম্যাচে এক ঐতিহাসিক রেকর্ড ছুঁয়েছেন লিওনেল মেসি। একই ক্লাবের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এতদিন ছিল ফুটবল সম্রাট পেলের নামে। শনিবার রাতে তাতে ভাগ বসান মেসি। পরদিনই আর্জেন্টাইন সুপারস্টারকে শুভেচ্ছা জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
সান্তোসের হয়ে অফিশিয়াল ম্যাচে ৬৪৩ গোল করেন পেলে। বার্সেলোনার জার্সি গায়ে মেসির গোল সংখ্যাও এখন ৬৪৩। মেসির এই ঐতিহাসিক রেকর্ড ছোঁয়াকে অভিনন্দন জানিয়েছেন পেলে। মেসি ও নিজের ছবি পোস্ট করেছেন ইনস্ট্যাগ্রামে।
একই ক্লাবে দীর্ঘদিন খেলার আবেগটা ঠিকই বোঝেন ফুটবল সম্রাট। ক্যাপশনে মেসিকে নিয়ে লিখেছেন, ‘হৃদয়ে ভালোবাসা উপচে পড়লে সে পথ ছেড়ে যাওয়া কঠিন। আপনার মতো, আমিও জানি প্রতিদিন একই শার্ট পরার ভালোলাগাটা কেমন। আপনার মতো, আমিও জানি যেখানে শান্তি অনুভব করি তার চেয়ে ভাল জায়গা আর কোনোটি নেই। ঐতিহাসিক রেকর্ডের জন্য অভিনন্দন, লিওনেল।’
বার্সেলোনায় মেসির ১৭ বছরের ক্যারিয়ারের জন্য তাকে অভিনন্দন জানান সান্তোসের হয়ে ১৯ বছর খেলা পেলে। পোস্টে লেখেন, ‘বার্সেলোনায় আপনার সুন্দর ক্যারিয়ারের জন্য অভিনন্দন। আমাদের মতো একই ক্লাবকে এত দিন ভালোবাসার গল্পগুলো, দুর্ভাগ্যজনকভাবে ফুটবলে দুর্লভ হয়ে উঠবে। আপনি আমার অনেক পছন্দের একজন মানুষ।’এমন বার্তায় অভিভূত হয়েছে মেসি নিজেও। ইনস্ট্যাগ্রামে জবাব দিয়েছেন পেলের ছবি পোস্ট করে। ক্যাপশনে লিখেছেন, ‘উষ্ণ বার্তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পেলে। আপনার মতো এত বড় একজন মানুষের কাছ থেকে এই কথাগুলো শুনতে পারা আসলেই আমার জন্য বিশেষ কিছু। আপনার জন্য অনেক ভালোবাসা।’
পেলের গোলসংখ্যা মেসি ছাড়িয়ে যেতে পারেন এই বছরই। ২৩ ডিসেম্বর লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে নামবে বার্সেলোনা। আর ৩০ ডিসেম্বর বার্সেলোনার জার্সিতে বছরের শেষবার মেসিকে দেখা যাবে এইবারের বিপক্ষে।