পারমার বিপক্ষে সহজ জয়ে সেরি আ টেবিলের শীর্ষ তিনে উঠে এসেছে ইউভেন্তাস। চ্যাম্পিয়নদের ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালডো। অন্য দুই গোল এসে ডেয়ান কুলুসেভস্কি ও আলভারো মোরাতার পা থেকে।
পারমার মাঠে জোড়া গোল করে ২০২০ সালে নিজের গোলসংখ্যাকে ৩৩-এ নিয়ে গেছেন রোনালডো। এতে করে তিনি ভাগ বসিয়েছেন ৫৯ বছর পুরনো এক রেকর্ডে।১৯৬১ সালে ইউভেন্তাসের সাবেক ফরোয়ার্ড ওমার সাভোরি এক পঞ্জিকা বর্ষে ৩৩ গোল করেছিলেন। রোনালডো-সাভোরির চেয়ে সেরি আয় এক পঞ্জিকা বর্ষে বেশি গোল করেছেন মাত্র দুইজন।
১৯৩৩ সালে ইউভেন্তাসেরই আরেক স্ট্রাইকার ফেলিস বোরেল করেন ৪১ গোল। আর ১৯৫০ সালে গুনার নর্ডাল করেন ৩৬ গোল।
শনিবার রাতে পারমার মাঠে রোনালডোর গোলদুটি আসে ২৬ ও ৪৮ মিনিটে। প্রথমার্ধে পর্তুগিজ সুপারস্টারের একটি ও কুলুসেভস্কির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ইউভেন্তাস।
বিরতির পরও পারমাকে ম্যাচে কোনো সুযোগ দেয়নি তারা। রোনালডোর গোলে জয় নিশ্চিত হবার পর ৮৫ মিনিটে স্কোরলাইন বড় করেন মোরাতা।
সেরি আতে ধারাবাহিকতার অভাবে ভুগছে ইউভে। শেষ ম্যাচে আতালান্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পরের ম্যাচে বড় জয় অবশ্য সন্তুষ্ট করেছে কোচ আন্দ্রেয়া পিরলোকে।
সবশেষ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে বড় জয় ও পারমার বিপক্ষে ম্যাচের উদাহরণ দিয়ে পিরলো মন্তব্য করেন ইউভেকে এমনটাই খেলতে হবে। ম্যাচশেষে তিনি গণমাধ্যমকে বলেন, ‘যাদের বিপক্ষেই খেলি না কেনো, আমাদের মনোভাব যদি এমন হয় তাহলে মনে হয় আমরা সঠিক দিকেই যাচ্ছি। আমাদের হাই-প্রেস করতে হবে। আগ্রাসী হতে হবে। এবং বল ফেরত নিতে হবে যেন আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারি।’
বড় জয়ে লিগের তিনে আছে ইউভেন্তাস। ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। দুইয়ে থাকা ইন্টারনাৎসিওনালের ঝুলিতেও সমান পয়েন্ট। কিন্তু তারা খেলেছেন এক ম্যাচ কম। সবার উপরে থাকা মিলানের সংগ্রহে ২৮ পয়েন্ট ম্যাচও খেলেছে ১২টি।
রোববার রাতে মাঠে নামছে মিলানের দুই ক্লাব। এসি মিলান রাত ৮টায় নামছে সাসুওলোর মাঠে। একই সময়ে ইন্টারনাৎসিওনাল নিজ মাঠে মোকাবিলা করবে স্পেৎসিয়াকে।