বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্যালেসের জালে সাত গোল লিভারপুলের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ ডিসেম্বর, ২০২০ ২০:৪৮

দুটি করে গোল করেন রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। একটি করে গোল করেন তাকুমি মিনামিনো, সাদিও মানে ও জর্ডান হেন্ডারসন।

অ্যাস্টন ভিলার কাছে মৌসুমের শুরুতে সাত গোল খেয়েছিল লিভারপুল। রাগ বোধকরি এতদিন পুষেই রেখেছিল লিগ চ্যাম্পিয়নরা। সেই ঝাল তারা ঝাড়ল ক্রিস্টাল প্যালেসের ওপর।

প্যালেসের ঘরের মাঠ সেলহার্স্ট পার্কে তাদেরকে গুনে গুনে সাত গোল দিয়েছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। দুটি করে গোল করেন রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। একটি করে গোল করেন তাকুমি মিনামিনো, সাদিও মানে ও জর্ডান হেন্ডারসন।

ম্যাচ শুরুর মাত্র তিন মিনিটের মাথায় এগিয়ে যায় লিভারপুল। মানের পাস থেকে নিখুঁত ফিনিশে বল জালে জড়ান মিনামিনো। ৩৫ মিনিটের মাথায় ফিরমিনোর পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মানে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের ক্রস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন ফিরমিনো।

দ্বিতীয়ার্ধের মাত্র সাত মিনিটের মাথায় ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের পাস থেকে গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন অধিনায়ক হেন্ডারসন। এই গোলের মিনিট পাঁচেক পর মাঠে নামেন সালাহ।

মাঠে নামার ১১ মিনিটের মাথায় নিখুঁত এক পাসে ফিরমিনোকে খুঁজে পান সালাহ। সেখান থেকে ভুল করেননি ফিরমিনো, ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

তবে সালাহ গোল ছাড়া ফেরেননি। ৮১ মিনিটে জোয়েল মাতিপের পাস থেকে সহজ এক গোলই করেন সালাহ। কিন্তু তার মিনিট তিনেক পরই বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়িয়ে ব্যবধান ৭-০ করেন সালাহ।

এই জয় দিয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্টে টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। অন্যদিকে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ক্রিস্টাল প্যালেস আছে টেবিলের ১২ নম্বরে।

এ বিভাগের আরো খবর