রবার্ট লেওয়ানডোভস্কির কাছে ফিফা বেস্ট অ্যাওয়ার্ড খোয়ানোর পরদিন আরেকটি পুরস্কার পেলেন লিওনেল মেসি। পিস অ্যান্ড স্পোর্ট সংস্থা মেসিকে ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার দিয়েছে।
মোনাকো ভিত্তিক এই সংস্থাটি বিশ্বজুড়ে ক্রীড়ার মাধ্যমে নানা সামাজিক সমস্যা মোকাবিলা করার চেষ্টা করে।
মেসিকে মাঠে পরিচ্ছন্ন খেলা ও মাঠের বাইরে সামাজিক উন্নয়নে সাহায্য করার জন্য এই পুরস্কার দেয়া হয়।
শুক্রবার নিজে ‘চ্যাম্পিয়ন ফর পিস’ ট্রফি হাতে ইন্সট্যাগ্রামে ছবি পোস্ট করেন মেসি। আর্জেন্টিনা ও বার্সেলোনা অধিনায়ক লেখেন, ‘সামাজিকভাবে অবদান রাখার কারণে ও আমাকে ফেয়ার প্লেয়ার হিসেবে এই পুরস্কার দেয়ার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি’।
শনিবার রাতে মাঠে নামছেন মেসি। তার দল বার্সেলোনা রাত ৯টা ১৫ মিনিটে নিজ মাঠে মুখোমুখি হচ্ছে ভালেনসিয়ার।
এই ম্যাচে দুই গোল করলে মেসি ছাড়িয়ে যাবেন পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডকে। সান্তোসের হয়ে ১৯ মৌসুমে পেলে করেছিলেন ৬৪৩ গোল। মেসি বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমে করেছেন ৬৪২টি।