বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসি-রোনালডোকে হারিয়ে বর্ষসেরা লেওয়ানডোভস্কি

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২০ ০১:৫১

বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার বর্ষসেরা ট্রফি জয়ের পথে পেছনে ফেলেন প্রজন্মের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালডো এবং লিওনেল মেসিকে।

অনেক জল্পনা কল্পনার পর ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন রবার্ট লেওয়ানডোভস্কি। ফিফার সদস্যদেশগুলোর কোচ এবং অধিনায়কের ভোটে ২০১৯-২০ মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন পোল্যান্ডের এই গোলমেশিন।বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার বর্ষসেরা ট্রফি জয়ের পথে পেছনে ফেলেন প্রজন্মের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালডো এবং লিওনেল মেসিকে।বিশেষজ্ঞ প্যানেলের ভোটে লেওয়ানডোভস্কি পান ৫২ পয়েন্ট, ৩৮ পয়েন্ট পেয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন রোনালডো এবং ৩৫ পয়েন্টে তৃতীয় হন মেসি।সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা সদরদপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি ভার্য়াচুলি অনুষ্ঠিত হলেও ৩২ বছর বয়সী লেওয়ানডোভস্কির হাতে পুরস্কারটি তুলে দিতে মিউনিখে যান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো।

সেরা নারী খেলোয়াড়ের নামও ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ইংল্যান্ড ও ম্যানচেস্টার সিটির তারকা লুসি ব্রোঞ্জ প্রথমবারের মতো পেয়েছেন এই সম্মান।

১৯৯১ সালে চালু হওয়া এই পুরস্কার ২০০৮ সাল পর্যন্ত ছিল ‘ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার’নামে। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত এটি দেওয়া হয় ‘ফিফা ব্যলন ডর’হিসাবে।

২০১৬ সাল থেকে এটিকে নতুন ভাবে ব্র্যান্ডিং করে ‘ফিফা বেস্ট অ্যাওয়ার্ড’নামে দেওয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

মেসি গতবছর এই ট্রফি জেতেন। আর রোনালডো ২০১৬ ও ২০১৭ সালে এই পুরস্কার জিতেছেন।

দুই তারকা মোট ১১বার জিতেছেন বর্ষসেরা ফুটবলারের ট্রফি। মেসি জিতেছেন ছয়বার আর রোনালডো পাঁচবার।

এবারে অবশ্য বিশেষজ্ঞদের চোখে ফেভারিট ছিলেন লেওয়ানডোভস্কি। বায়ার্ন মিউনিখকে ইউরোপিয়ান ট্রেবল জেতানোর পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন এই পোলিশ স্ট্রাইকার।

বায়ার্নের হয়ে গত মৌসুমে ৪৯ ম্যাচে ৫৬ গোল করেন এই তারকা।

এ বিভাগের আরো খবর