গোলমেশিনে পরিণত হয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোভস্কি। প্রতিপক্ষ হিসেবে সামনে যাকেই পাচ্ছেন যেন নিজের ‘ঝাল মেটাচ্ছেন’ গোল করে। শেষ ম্যাচে জোড়া গোলে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি।
ইউরোপের অন্যতম শীর্ষ লিগ জার্মানির বুনডেসলিগায় ২৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন লেওয়ানডোভস্কি। জার্মানির সর্বোচ্চ লিগের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে এই অনন্য উচ্চতায় পৌঁছালেন তিনি।
এর আগে এই মাইলফলক স্পর্শ করেন দুই জার্মান ফুটবলার গার্ড মুলার ও ক্লাউস ফিশচার।
ভলফসবুর্গের জালে দুবার বল জড়ান লেভা। তার দারুণ পারফরম্যান্সে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। এ জয়ে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলে বায়ার লেফারকুসেনের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বাভারিয়ানরা।
বায়ার্নের জার্সিতে এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলে ১৮ গোল করেছেন লেওয়ানডোভস্কি। ২০১৯-২০ মৌসুম শুরু হওয়ার পর থেকে ৬৪ ম্যাচে ৭৩ গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার।