বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘গলার কাঁটা’ সরল বার্সেলোনার

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১২:২০

ন্যু ক্যাম্পে ঘরের মাঠে সোসিয়াদাদকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের আট থেকে থেকে পাঁচে উঠে এসেছে বার্সেলোনা। পরের ম্যাচে জিতলে চারে ঢুকে যাবে মেসিরা।

লা লিগায় টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। রোনাল্ড কুমানের কোচিংয়ে লিগে মেসিদের এই প্রথম টানা জয়। কিছুটা ভয় নিয়েই মাঠে নামতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল সোসিয়াদাদের সঙ্গে ম্যাচে দুর্ঘটনা এড়িয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে কাতালানরা।

ন্যু ক্যাম্পে ঘরের মাঠে সোসিয়াদাদকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের আট থেকে থেকে পাঁচে উঠে এসেছে বার্সেলোনা। পরের ম্যাচে জিতলে চারে ঢুকে যাবে মেসিরা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে আক্রমণ সাজিয়ে যায় বার্সা। গ্রিজম্যানের ব্যর্থতায় সুযোগগুলো নষ্ট হতে থাকে। এরই সুযোগটা কড়ায়গন্ডায় নেয় সোসিয়াদাদ। ২৮ মিনিটে পোর্তুর নিঃস্বার্থ পাসটা শুধু পা লাগিয়ে জালে জড়ান উইলিয়ান হোসে।

লিড নেয় সফরকারীরা। দুই মিনিটের মাথায় জর্ডি আলবার দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি বক্সের ভেতরে আসা বলটা তুলনামূলক দুর্বল পায়ে বাঁকানো শটে বারের ডান কোণ বরাবর গুজে দেন স্প্যানিশ ফুটবলার।

প্রথমার্ধে আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় বার্সা। ৪৩ মিনিটে আলবার পাস প্রতিপক্ষের পায়ে ডিফ্লেক্ট হয়ে সিক্স ইয়ার্ডের সামনে ওত পেতে থাকা ফ্রাঙ্ক ডি অংয়ের কাছে পৌঁছালে বল ঠিকানায় পাঠাতে ভুল হয়নি। বলটি প্রথমে অফসাইডে বাতিল হলেও পরে ভিএআরে গোল দেয়া হয়।

২-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বার্সা। পিছিয়ে থাকা সোসিয়াদাদই যেন মাঝমাঠ দখলে রেখে খেলতে থাকে। অবশ্য তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি অতিথিরা। গুটি কয়েক সুযোগ তৈরি করেও বড় বাড়াতে ব্যর্থ হয় বার্সা। তবে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়ে কাতালানরা।

এ জয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে বার্সা। হার দিয়ে সোসিয়াদাদ তাদের শীর্ষস্থান হারিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের নিচে এখন দুইয়ে অবস্থান করছে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ ও চারে ভিয়ারিয়াল অবস্থান করছে।

এ বিভাগের আরো খবর