বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একই দলে পেলে-ম্যারাডোনার সঙ্গে মেসি-রোনালডো

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ১০:১৬

দুই সর্বকালের সেরা ম্যারাডোনা ও পেলের সঙ্গে একাদশে জায়গা করে নিয়েছেন এই প্রজন্মের দুই সেরা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডো। বিশ্বজুড়ে ১৪০ জন ক্রীড়া সাংবাদিকের ভোটে গড়া হয়েছে এই তালিকা। স্বপ্নের একাদশকে তারা সাজিয়েছে ৩-৪-৩ ফরমেশনে।

একই ফুটবল দলের আক্রমণভাগে লিওনেল মেসি, ডিয়েগো ম্যারাডোনা ও পেলে! ফুটবল ফ্যানদের জন্য স্বপ্নের এই একাদশ সাজিয়েছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।তারা প্রকাশ করেছে সর্বকালের সেরা ফুটবল একাদশ। দুই সর্বকালের সেরা ম্যারাডোনা ও পেলের সঙ্গে একাদশে জায়গা করে নিয়েছেন এই প্রজন্মের দুই সেরা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডো।বিশ্বজুড়ে ১৪০ জন ক্রীড়া সাংবাদিকের ভোটে গড়া হয়েছে এই তালিকা। স্বপ্নের একাদশকে তারা সাজিয়েছে ৩-৪-৩ ফরমেশনে।গোলবার আগলাবেন রাশিয়ার লেভ ইয়াশিন। ‘ব্ল্যাক স্পাইডার’ নামে খ্যাত সাবেক সোভিয়েত ইউনিয়নের এই কিংবদন্তি একমাত্র গোলকিপার হিসাবে জিতেছেন ব্যালন ডর। তার সামনে থাকছেন তিন ডিফেন্ডার।ডিফেন্সের মধ্যমনি ‘ডার কাইজার’। জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। তার বাঁ দিকে সর্বকালের সেরা লেফট ব্যাক ইতালির কিংবদন্তি পাওলো মালদিনি। আর রাইট ব্যাকে আছে বিশ্বকাপ জয়ী ব্রাজিলের সাবেক দধিনায়ক কাফু।

মাঝমাঠে রাখা হয়েছে চারজনকে। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে আছেন আরেক জার্মান। বেকেনবাওয়ারের যোগ্য শিষ্য, ১৯৯০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক লোথার ম্যাথিউস। তার সঙ্গে স্পেনের সর্বকালের সেরা মিডফিল্ডার হিসাবে স্বীকৃত চাভি এর্নান্দেস।অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রয়েছে সেরা দুই জন। ডান প্রান্তে ফুটবল ঈশ্বর। দলের প্রয়োজনে আরও ওপরে বা নিচে নেমে খেলা পরিচালনা করতে পারবেন। বাঁ প্রান্তে রয়েছে চমক। ফুটবল সম্রাট পেলের জন্য লেফট উইং কিছুটা অপরিচিত পজিশন। তবে, আক্রমণভাগের সতীর্থদের সঙ্গে ম্যাচ চলাকালীন জায়গা বদল করে নিতে পারবেন তিনি।আক্রমণভাগ নিয়ে অবশ্য কোনো চমক নেই। প্রজন্মের দুই সেরা এবং ১১টি ব্যালন ডরের মালিক মেসি ও রোনালডোর সঙ্গে রয়েছেন ব্রাজিলের ‘ফেনোমেনো’ রোনালদো নাজারিও।এটিই ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দৃষ্টিতে সর্বকালের সেরা ফুটবল দল। ফ্যানদের জন্য তারা দ্বিতীয় ও তৃতীয় একটি একাদশও গঠন করেছে।ব্যালন ডর সেরা একাদশ: ইয়াশিন, বেকেনবাওয়ার, মালদিনি, কাফু, চাভি, ম্যাথিউস, ম্যারাডোনা, পেলে, মেসি, রোনালডো, রোনালদো নাজারিও।দ্বিতীয় সেরা একাদশ: বুফন, বারেসি, কার্লোস, আলবার্তো, জিদান, পিরলো, রাইকার্ড, দি স্তেফানো, গারিঞ্চা, রোনালদিনিয়ো, ক্রুইফ।তৃতীয় সেরা একাদশ: নয়্যার, রামোস, ব্রাইটনার, লাম, প্লাতিনি, দিদি, নেসকেনস, ইনিয়েস্তা, অঁরি, বেস্ট, বাস্তেন।

এ বিভাগের আরো খবর