ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বের দেখা হচ্ছে দুই সাবেক সতীর্থ লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের। চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা।
এর ফলে, নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথমবার খেলতে নামছে নেইমার। দুই দলের সবশেষ দেখা হয় চ্যাম্পিয়নস লিগের নক আউটেই।নক আউটের প্রথম লেগ ৪-০ গোলে পিএসজির মাঠে হারার পর, দ্বিতীয় লেগ নিজেদের মাঠে ৬-১ গোলে জিতে নেয় বার্সেলোনা। এই কামব্যাক 'রেমনতাদা' নামে বিখ্যাত বার্সার ইতিহাসে।ওই ম্যাচে পিএসজির বিপক্ষে দুই গোল করেছিলেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান এই ব্রাজিলিয়ান তারকা।
বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বি ও টুর্নামেন্টের ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের খেলতে হবে ইতালির দল আতালান্তাকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পেয়েছে আরেক ইতালিয়ান ক্লাব লাৎসিওকে।সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ সিক্সটিনের ড্র আয়োজিত হয়। জার্মান বুনডেসলিগা ও স্প্যানিশ লা লিগার চারটি করে ক্লাব নক আউটে খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও সেরি-আর তিনটি করে ক্লাব এবং ফ্রান্স ও পর্তুগালের একটি করে ক্লাব শেষ ১৬তে খেলছে।ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তাসের প্রতিপক্ষ পর্তুগালের এফসি পোর্তো। ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল মুখোমুখি হচ্ছে লাইপসিগের। ম্যানচেস্টার সিটি পেয়েছে মনশেনগ্লাডবাখকে, চেলসি আতলেতিকো মাদ্রিদকে।
জার্মানির আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড পেয়েছে স্প্যানিশ দল সেভিয়াকে।
আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে নক আউট পর্বের খেলা। ১৭ ফেব্রুয়ারি আতলেতিকো-সেভিয়া, ম্যানচেস্টার সিটি-মনশেনগ্লাডবাখ ও লাৎসিও-বায়ার্ন ম্যাচ তিনটি দিয়ে শুরু হবে নক আউট পর্ব।