বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেইমারের চোটে চিন্তায় টুখেল

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১২:৫৭

এমআরআই স্ক্যানের জন্য রোববার রাতেই হাসপাতালে যাওয়ার কথা ছিল নেইমারের। তবে, পিএসজির ডাক্তাররা তার গোড়ালির অবস্থা পর্যবেক্ষণের জন্য সোমবার সকাল পর্যন্ত অপেক্ষা করেন। সোমবার রাতে তার পায়ে স্ক্যান করানো হবে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচে হারের পাশাপাশি প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জন্য দুঃসংবাদ ছিল নেইমার জুনিয়রের ইনজুরি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। দলের মূল তারকার ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় আছেন কোচ টমাস টুখেল। এখনও নিশ্চিত নন তার চোট গুরুতর কী না।

লিঁওর বিপক্ষে ম্যাচে নিজ মাঠে ১-০ গোলে হেরে যায় চ্যাম্পিয়ন পিএসজি। ৯০ মিনিটে লিঁওর ডিফেন্ডার থিয়াগো মেনদেসের ট্যাকলে গোড়ালিতে আঘাত পান নেইমার। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। মেনদেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

এমআরআই স্ক্যানের জন্য রোববার রাতেই হাসপাতালে যাওয়ার কথা ছিল নেইমারের। তবে, পিএসজির ডাক্তাররা তার গোড়ালির অবস্থা পর্যবেক্ষণের জন্য সোমবার সকাল পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন। একই দিন রাতে তার পায়ে স্ক্যান করানো হবে।

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের ইনজুরি নিয়ে আশার কিছু শোনাতে পারেননি পিএসজি বস টুখেল। অন্য সবার মতো তিনিও স্ক্যানের অপেক্ষায় আছেন জানিয়ে ফ্রেঞ্চ টেলিভিশন টেলেফুটকে বলেন, ‘তিনি ফিজিও ও ডাক্তারদের সঙ্গে আছেন। সোমবার তার পরীক্ষা করানো হবে। সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই আমাদের।’

লিঁওর বিপক্ষে গোল না পেলেও মৌসুমে দারুণ ফর্মে আছেন নেইমার। সবশেষ চার ম্যাচে দলের হয়ে সাত গোল এসেছে তার পা থেকে।

পিএসজির হয়ে এর আগেও দুইবার ইনজুরিতে পড়েন নেইমার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পায়ের মেটাটারসালে ইনজুরির কারোণে মাঠে বাইরে থাকেন তিন মাস। খেলতে পারেননি ১৬ ম্যাচ। পরের বছর জানুয়ারিতে একই ইনজুরিতে পড়ে আবারও তিনমাস মাঠের বাইর চলে যান এই ফরোয়ার্ড। সেবারে খেলতে পারেননি ১৮ ম্যাচ।

এছাড়া ব্রাজিলের হয়ে ২০১৯ সালের জুনে ডান পায়ের লিগামেন্টে আঘাত পান নেইমার। সেবার প্রায় আড়াই মাস বাইরে থাকতে হয় তাকে।

এ বিভাগের আরো খবর