রোববার রাতে লেভান্তের বিপক্ষে গোল করে আরও একটি মাইলফলকের কাছাকাছি গেছেন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে লিগে তার গোলসংখ্যা ৪৪৯। আর এক গোল করলেই, ইউরোপে তিনিই একমাত্র খেলোয়াড় হবেন যিনি একই লিগে এতগুলো গোল করলেন।
একই সঙ্গে একই ক্লাবের হয়ে কিংবদন্তি পেলের চেয়ে একগোল কম মেসির। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে মেসির গোলসংখ্যা ৬৪২। সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পেলের আনুষ্ঠানিক গোলের সংখ্যা ৬৪৩। আর দুই গোল করলে এই প্রজন্মের সেরা ছাড়িয়ে যাবেন ৬০ এর দশকের সেরাকে। প্রীতি ম্যাচ হিসাবে আনলে পেলে অনেকটাই এগিয়ে মেসির চেয়ে। ১,১১৬ ম্যাচে ফুটবল সম্রাটের গোল ১,০৯১। বার্সেলোনার হয়ে প্রীতি ম্যাচে মেসি গোল করেছেন ৩৪। সেগুলোসহ তার মোট গোল ৬৭৪।
আর্জেন্টিনার জার্সিতে গোলসহ হিসাব করলে মেসির আনুষ্ঠানিক গোল ৭১৩। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেলের গোল মোট ৭৬২। অর্থাৎ মেসি এখনও পিছিয়ে ৪৯ আনুষ্ঠানিক গোলে।
বার্সেলোনার হয়ে ১৬ বছরের সিনিয়র ক্যারিয়ারে রেকর্ড সংখ্যক গোল করা ছাড়াও জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। নিশ্চিত করেছেন ছয়টি ব্যলন ডর। বার্সার বিখ্যাত ১০ নম্বর জার্সিতেই মেসি গোল করেছেন ৬০০। এরপরও ক্লাবে তার অবস্থান নিশ্চিত নয়!লেভান্তের বিপক্ষে মেসির গোলে জয়ের রাতে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জানুয়ারিতে ক্লাবের সভাপতি নির্বাচনের প্রার্থী এমিলি রুসাউদ পেরেস। জানুয়ারিতে ক্ষমতায় এলে মেসিকে বেতন কমাতে বলবেন রুসাউদ। তাতে রাজি না হলে হলে ক্লাব ছাড়তে হবে বার্সেলোনা তালিসমানকে।
করোনাভাইরাসের কারণে আয় কমে গেছে ক্লাবের। নভেম্বরে প্রকাশ করা হিসাবে বার্সেলোনা জানায় করোনাভাইরাসের কারণে ৯.৭ কোটি ইউরো আর্থিক ক্ষতি হয়েছে ক্লাবটির। আর দেনা আছে ৮৮ কোটি ইউরোর বেশি।
এমন অবস্থায় ক্ষমতায় গেলে মেসিকে তার সাপ্তাহিক বেতন, যা প্রায় ১০ লাখ ইউরো, কমাতে অনুরোধ করবেন বলে জানান রুসাউদ। কাতালান পত্রিকা আরাকে তিনি বলেন, ‘মেসির সঙ্গে আমরা বসবো। বর্তমান পরিস্থিতিতে এটা দেয়া সম্ভব নয়। আমরা তাকে এই ত্যাগ স্বীকার করতে বলব। যদি তিনি রাজি না হন তাহলে তাকে চলে যেতে হবে।’
মেসি ক্লাব ইতিহাসের অংশ সেটিকে স্বীকার করে রুসাউদ বলেন, ‘ক্লাব কিংবদন্তিকে আমাদের সম্মান জানানো উচিত। কিন্তু বাস্তবতা এখন অন্যরকম। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন তিনি থাকেন। তবে ক্লাবের স্বার্থ আগে বিবেচনা করতে হবে।’
গত ট্র্যান্সফার মৌসুমে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। তখন তাকে ক্লাব ছাড়তে দেননি তৎকালীণ সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ। বার্তোমেউর পদত্যাগের পরও, মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন শেষ হয়নি। সামনের ট্র্যান্সফার উইন্ডোতে তাকে দলে নিতে চায় ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেই।