বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির গোলে রক্ষা বার্সেলোনার

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১০:৫৮

ফ্র্যাংকি ডি ইয়ংয়ের থ্রু বল পেয়ে লেভান্তে গোলকিপারকে পরাস্ত করেন মেসি। লা লিগায় বার্সেলোনার হয়ে এটি তার ৪৪৯ নম্বর গোল।

দুই ম্যাচ পর লা লিগায় জয়ের দেখা পেল বার্সেলোনা। নিজ মাঠে লেভান্তের বিপক্ষে গোল মিসের মহড়ার ম্যাচে, ব্লুগ্রানাকে রক্ষা করেছেন তাদের অধিনায়ক লিওনেল মেসি। তার গোলেই লেভান্তেকে হারায় সাবেক চ্যাম্পিয়নরা।

শুরু থেকে লেভান্তের বিপক্ষে চাপ বজায় রাখলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। একের পর এক সুযোগ হাতছাড়া করেন আতোঁয়া গ্রিজমান, মার্টিন ব্র্যাথওয়েইট এবং ফিলিপে কোতিনিয়ো।

সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন ক্লেমঁ লংলে। ২১ মিনিটে মেসির ফ্রি-কিকে গ্রিজমানের হেড প্রতিহত করেন লেভান্তে গোলকিপার। ফিরতি বলে একেবারে কাছ থেকেও গোল করতে পারেননি লংলে।

প্রথমার্ধ গোলশূন্য কাটানোর পর, দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় স্বাগতিক দল। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল।

ফ্র্যাংকি ডি ইয়ংয়ের থ্রু বল পেয়ে লেভান্তে গোলকিপারকে পরাস্ত করেন মেসি। লা লিগায় বার্সেলোনার হয়ে এটি তার ৪৪৯ নম্বর গোল।

শেষ ১৪ মিনিটে লেভান্তে চেষ্টা করে ম্যাচে ফেরার। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বল বার্সেলোনা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির হাতে লাগলে, হ্যান্ডবলের সিদ্ধান্তের জন্য ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নেন ম্যাচ রেফারি।

ভিএআর জানায় উমতিতির হ্যান্ডবল হয়নি। স্বস্তির নিঃশ্বাস ফেলে বার্সেলোনা।

ম্যাচশেষে বার্সা বস রোনাল্ড কুমান জানান এতগুলো সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ তিনিও। খেলার পর কুমান বার্সা টিভিকে বলেন, ‘ম্যাচে এমন অনেক মুহূর্ত ছিল যেখানে আমরা ভাল খেলেছি। কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছি যে প্রথমার্ধে আমরা নিশ্চিত দুটা সুযোগ হাতছাড়া করেছি।’

লেভান্তের প্রেসিং ফুটবলের কৌশলে কিছুটা অবাক হয়েছেন এই ডাচ ট্যাকটিশিয়ান। দ্বিতীয়ার্ধে দল ভালো খেলেছে উল্লেখ করে কুমান বলেন, ‘আমরা আশা করিনি তারা এতটা হাই প্রেসিং খেলবে। তবে, মাঝমাঠে যেহেতু বেশিরভাগ খেলা হয়েছে, তেমনটা হওয়াটা অস্বাভাবিক ছিল না। আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। হাই-প্রেস করে প্রচুর বল জিততে পেরেছি এবং তা থেকে সুযোগ তৈরি করা গেছে।’

এই জয় কাম্প ন্যুয়ে সাময়িক স্বস্তি এনে দিলেও বার্সেলোকে টেবিলের শীর্ষ দলগুলোর কাছে নিয়ে আসতে পারেনি। ১১ ম্যাচ শেষে তাদের ঝুলিতে ১৭ পয়েন্ট। আট নম্বরে আছে তারা।

শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদ খেলেছে ১৩ ম্যাচ। তাদের সংগ্রহে ২৬ পয়েন্ট। মাদ্রিদ ডার্বি হেরে যাওয়া আতলেতিকো আছে একই পয়েন্টে। তবে, তারা দুই ম্যাচ কম খেলেছে।তিনে থাকা রিয়াল মাদ্রিদের পাশে ২৩ পয়েন্ট। তারা খেলেছে ১২ ম্যাচ। আর ১৩ ম্যাচ খেলা ভিয়ারিয়াল ২২ পয়েন্ট নিয়ে আছে চারে।

শীর্ষ চার দলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছে বার্সেলোনা পরবর্তী ম্যাচে। বুধবার রাতে বুধবার রাতে টেবিলে সবার উপরে থাকা সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামছেন মেসি-কোতিনিয়োরা।

এ বিভাগের আরো খবর