সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাউথ আফ্রিকান ফুটবলার মোতেকা মাদিশা। জোহানেসবার্গের মিডর্যান্ড নামে এক স্থানে নিহত হন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার।
দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা না গেলেও সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন নিশ্চিত করে দুর্ঘটনাটি ঘটেছে রোববার সকালে। সাউথ আফ্রিকার ফুটবল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদ সংস্থা এএফপিকে নাম না প্রকাশ করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, মাদিশাকে বহণকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারে ধাক্কা খায় এবং তাতে আগুন ধরে যায়।বিধ্বস্ত গাড়ি থেকে মাদিশা বের হতে সক্ষম হলেও, হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ক্লাব ক্যারিয়ারে মাদিশা খেলছিলেন মামেলোদি সানডাউনসের হয়ে। জাতীয় দলের হয়ে ১২টি ম্যাচ খেলে একটি গোল করেলেন মাদিশা।
দুই সপ্তাহ আগে আরেকটি সড়ক দুর্ঘটনায় মারা যান মাদিশার সানডাউনস সতীর্থ অ্যানেল কঙ্গকা।