বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডার্বিতে আতিলেতিকোর বিপক্ষে স্বস্তির জয় রিয়ালের

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২০ ১০:৫৫

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ন ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাদবাখকে হারানোর দুই দিন পর, নিজ মাঠে মাদ্রিদ ডার্বি তারা জিতে নিয়েছে ২-০ গোলে। আতলেতিকোকে হারানো একটি গোল এসেছে কাসেমিরোর পা থেকে। অন্যটি ইয়ান ওব্লাকের আত্মঘাতী।

টানা দুই ম্যাচ জিতে অবশেষে স্বস্তিতে রিয়াল মাদ্রিদ। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ন ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাদবাখকে হারানোর দুই দিন পর, নিজ মাঠে মাদ্রিদ ডার্বি তারা জিতে নিয়েছে ২-০ গোলে। আতলেতিকোকে হারানো একটি গোল এসেছে কাসেমিরোর পা থেকে। অন্যটি ইয়ান ওব্লাকের আত্মঘাতী।লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে টানা দুই জয় কিছুটা হলেও নির্ভার রাখছে জিনেদিন জিদানকে। স্প্যানিশ চ্যাম্পিয়নরা ধারাবাহিকতা হারিয়ে ফেলার কারণে তোপের মুখে পড়েন এই ফ্রেঞ্চ ট্যাকটিশিয়ান। তবে, গুরুত্বপূর্ণ দুই ম্যাচ জেতায় তার ওপর থেকে চাপ কিছুটা কমেছে নিশ্চিত ভাবেই।রিয়ালের মাঠ স্তাদিও আলফ্রেদো দি স্তেফানোতে শুরু থেকে হাই প্রেসিং ফুটবল খেলে রিয়াল। যার কারণে নিজেদের অর্ধ ছেড়ে বের হতে বেগ পেতে হয় আতলেতিকে। ১৫ মিনিটে ডেড বল সিচুয়েশন থেকে আসে প্রথম গোল। টনি ক্রুসের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন কাসেমিরো। এগিয়ে যাবার পরও চাপ কমায়নি রিয়াল। একই গতিতে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যায় তারা।ব্যবধান দ্বিগুণ ও ম্যাচ ভাগ্য নিশ্চিত করার গোল পেতে কিছুটা সময় নিয়ে নেয় লস ব্লাঙ্কোস। ৬২ মিনিটে ক্রুসের আরেকটি কর্নার থেকে বক্সক্সের বাইরে বল পেয়ে যান দানি কারভাহাল।২০ গজ দূর থেকে তার নেয়া জোরালো শট সাইডবারে লেগে আতলেতি গোলকিপার ওব্লাকের হাত ছুঁয়ে জালে জড়ায়। এই গোলে নির্ভার হন জিদান আর নিশ্চিত হয় রিয়ালের তিন পয়েন্ট।ম্যাচে তিন পয়েন্ট খুইয়েও টেবিলের শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। ডার্বি জয়ী রিয়াল আছে তিনে। এক ম্যাচ বেশি খেলে তাদের ঝুলিতে পয়েন্ট ২৩।ম্যাচশেষে স্বাভাবিকভাবেই জিদান ছিলেন উচ্ছসিত। ম্যাচজয়ের কৃতিত্ব দলকেই দিলেন এই মাস্টারমাইন্ড। ম্যাচ শেষের সংবাদ সম্মলনে জিদান বলেন, ‘দারুণ একটা ম্যাচ খেলেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভাল খেলেছি। পুরোটা সময় প্রেসিং করতে পেরেছি। টানা ২৬ ম্যাচ না হারা একটা দলের বিপক্ষে এটা সহজ ছিল না।’ডার্বি জয়ে তিন পয়েন্ট ছাড়া কোনো কিছুই নিশ্চিত হয়নি ফ্যানদের সেটি মাথায় রাখার পরামর্শ জিদানের। তিনি বলেন, ‘আমরা এখনও কোনো কিছু জিতিনি। এটা শুধু তিনটা পয়েন্ট। তবে, যেভাবে খেলেছি সেটাতে আমাদের খুশি হওয়া উচিত।’

এ বিভাগের আরো খবর