রিয়াল মাদ্রিদের মাঠে নামার আগে নগর প্রতিদ্বন্দ্বিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে আতিলেতিকো মাদ্রিদ। ম্যাচও তারা খেলেছে একটি কম। আরেক জায়ান্ট বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে দিয়েগো সিমিওনির দল।লিগের এখনও দুই-তৃতীয়াংশ বাকি থাকাতে আতলেতিকোর লিগ শিরোপা জয়ে ফেভারিট সেটি এখনও বলা যাচ্ছে না। তবে, রিয়ালকে হারাতে পারলে শিরোপার সবচেয়ে শক্ত দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে কোলচোনেরোস সেটা নিয়ে সন্দেহ নেই।রিয়ালের মাঠে নামার আগে লিগে টানা সাত ম্যাচ জিতেছে আতলেতি। বরাবরের মতো লিগের সেরা ডিফেন্সিভ রেকর্ড তাদের। ১০ ম্যাচে মাত্র দুই গোল হজম করেছে তারা।গোলমুখেও বেশ তৎপর সিমিওনির অ্যাটাকাররা। ১০ ম্যাচে ২১ গোল এসেছে সুয়ারেস-ফেলিক্সদের পা থেকে।তবে ডার্বির আগে চ্যাম্পিয়নদের প্রাপ্য সম্মানটুকু দিচ্ছেন সিমিওনি। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে তাদের কম্বিনেশনের প্রশংসা করে এই আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান জানান তিনি জানেন কোথায় দলটির দুর্বলতা আছে।সিমিওনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ অনেক দিন ধরেই এমন খেলোয়াড় দিয়ে খেলছে যারা অভিজ্ঞ কিন্তু রক্ষণ দারুণ সামলায়। আবার আক্রমণে তাদের তরুণরা রয়েছে। এটি প্রশংসা করার মতো এটি বিষয়। তবে আমার মনে হয় আমি জানি তাদের কোথায় আঘাত করা যাবে। আমরা খেলব ঠিক সেভাবেই।’ আতলেতিকোর মতো এতটা আত্মবিশ্বাসী না হলেও, চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ২-০ গোলের জয় কিছুটা হলেও ছন্দে ফিরিয়েছে রিয়াল মাদ্রিদকে।ওই জয় দিয়ে আপাতত নিজের চাকরি বাঁচিয়েছেন জিনেদিন জিদান। তবে ধারাবাহিকতা ফিরে না পেলে আবারও বোর্ডের তোপের মুখে পড়বেন, এটা তিনি নিজেও জানেন।তাই নিজ মাঠে আতলেতিকে হারাতেই হবে জিদানকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়াল পাচ্ছে না ইডেন অ্যাজার ও লুকা ইয়োভিচকে। চোটে পড়া মার্টেন ওদেগার্ড অনিশ্চিত। তবে রিয়ালে জন্য সুখবর এই ম্যাচে শুরু থেকে থাকছেন অধিনায়ক সার্হিও রামোস।নগর প্রতিদ্বন্দ্বিদের ম্যাচে ফেভারিট ভাবছেন জিদান। যোগ্য দল হিসেবেই তারা শিরোপার দাবিদার এবং লিগের শীর্ষে আছে এমনটা মনে করেন তিনি। বলেন, ‘প্রতি ম্যাচেই তারা দেখাচ্ছে যে তারাই লিগ জেতার জন্য ফেভারিট। মাঠে তারা দারুণ খেলছে। ম্যাচ জিতে চলেছে। তারা সবসময়ই শক্ত প্রতিদ্বন্দ্বী। যে কারনে তারা টেবিলের শীর্ষে আছে।’লিগে দুই দলের ১৬৬ বারের দেখায় ৮৮ বার জিতেছে রিয়াল। আতলেতির জয় ৩৯ ম্যাচে। রিয়ালের এসতাদিও আলফ্রেদো দি স্তেফানোতে ম্যাচ শুরু হচ্ছে শনিবার রাত ২টায়।
ডার্বিতে রিয়ালকে ‘আঘাত’ করতে প্রস্তুত আতলেতিকো
লিগে দুই দলের ১৬৬ বারের দেখায় ৮৮ বার জিতেছে রিয়াল। আতলেতির জয় ৩৯ ম্যাচে। রিয়ালের এসতাদিও আলফ্রেদো দি স্তেফানোতে ম্যাচ শুরু হচ্ছে শনিবার রাত ২টায়।
-
ট্যাগ:
- জিদান
এ বিভাগের আরো খবর/p>