বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবাইকে সন্তুষ্ট রাখা মরিনিয়োর পক্ষে অসম্ভব

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২০ ১১:০৬

মরিনিয়োর দল টটেনহ্যাম হটস্পার বৃহস্পতিবার রাতে বেলজিয়ামের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ ৩২ নিশ্চিত করেছে। লন্ডনের টটেনহ্যাম স্টেডিয়ামে, মরিনিয়ো নিয়মিতদের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে দ্বিতীয় সারির দল নামান।

দ্বিতীয় সারির দল নিয়ে রয়্যাল অ্যান্টোয়ার্পকে হারিয়ে ইউরোপা লিগের নক আউট পর্ব নিশ্চিত করার পরও জোসে মরিনিয়ো মনে করেন স্কোয়াডের সব খেলোয়াড়কে ‘সন্তুষ্ট’ রাখা তার পক্ষে অসম্ভব। মরিনিয়োর দল টটেনহ্যাম হটস্পার বৃহস্পতিবার রাতে বেলজিয়ামের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ ৩২ নিশ্চিত করেছে।লন্ডনের টটেনহ্যাম স্টেডিয়ামে, মরিনিয়ো নিয়মিতদের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে দ্বিতীয় সারির দল নামান।মরিনিয়োর দল ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। এবং মৌসুম জুড়েই এই পর্তুগিজ কোচ নিয়মিত কিছু খেলোয়াড়দেরই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন।তবে, রাতে তারকা স্ট্রাইকার জুটি সন হিউংমিন এবং হ্যারি কেইনকে বিশ্রাম দিয়ে, মরিনিয়ো মাঠে নামান গ্যারেথ বেল এবং হ্যারি উইঙ্কসের মতো বেঞ্চের খেলোয়াড়দের। ৫৯ মিনিটে উইঙ্কসকে বদল করে টাঙ্গুই এনডোমবেলেকে নামালে, কিছুটা হতাশ হয়ে উইঙ্কস ডাগ আউটে না বসে সরাসরি টানেল দিয়ে ড্রেসিং রুমে চলে যান। ম্যাচ শেষে মরিনিয়ো জানান, সব খেলোয়াড়কে খুশি রাখা তার পক্ষে অসম্ভব।

গণমাধ্যমকে এই পর্তুগিজ ট্যাকটিশিয়ান বলেন, ‘পুরো স্কোয়াডকে সন্তুষ্ট রাখা সম্ভব নয়। ম্যাচ জিতেছি দেখে তারা খুশি হয়েছে বলেই আমার বিশ্বাস। আবার অনেকে খুশিও নয় কারণ তারা ম্যাচে খেলেনি।’প্রতি ক্লাবের এরকম অসন্তুষ্ট খেলোয়াড় আছেন উল্লেখ করে মরিনিয়ো বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে খুশি রাখা অসম্ভব কাজ।’ আরেক মিডফিল্ডার ডেলে অ্যালি নামারই সুযোগ পাননি। দুই ইংলিশ মিডফিল্ডার অ্যালি ও উইঙ্কস মিলে মাত্র চার ম্যাচ খেলেছেন এই মৌসুমে। এই বিষয়েও মরিনিয়োর সাফ কথা, বেঞ্চে বসে থাকতে খেলোয়ারড়দের ভালো লাগে না সেটা তিনি জানেন তবে, যাকে যখন প্রয়োজন তখনই তিনি ডাকবেন। ‘যখন বেঞ্চের কেউ দেখেন যে পাঁচজন খেলোয়াড় বদল হয়েছে এবং তিনি সুযোগ পাননি, তখন তার সন্তুষ্ট হওয়ার কথা না। আমি তেমনটা আশাও করি না। তবে বাস্তবতা বুঝতে হবে।’, বলেন তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ ও দুটি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা এই কোচ।ইউরোপা লিগের শেষ ৩২ নিশ্চিত করেছে আরও দুই ইংলিশ ক্লাব লেস্টার সিটি এবং আর্সেনাল। সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার নিজ মাঠে ২-০ গোলে হারায় গ্রিসের এইকে এথেনসকে।আর লিগে ১৫ নম্বরে থাকা আর্সেনাল আয়ারল্যান্ডের ক্লাব ডানডককে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে নিশ্চিত করেছেন নক আউট রাউন্ড।

এ বিভাগের আরো খবর