বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিয়াল মাদ্রিদ ছাড়তে চান জিদান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ ডিসেম্বর, ২০২০ ১৭:২০

ক্লাবের সঙ্গে বনিবনা হচ্ছে না এবং নিজের চাহিদামতো খেলোয়াড়ও দলে পাচ্ছেন না। তাই মৌসুম শেষে দায়িত্ব ছেড়ে দিতে চান ফ্রান্সের তারকা জিনেদিন জিদান।

এটাই কি রিয়াল মাদ্রিদের হয়ে জিনেদিন জিদানের শেষ মৌসুম? লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ চলতি মৌসুমটা বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জিদানের। ক্লাবের সঙ্গে বনিবনা হচ্ছে না এবং নিজের চাহিদামতো খেলোয়াড়ও দলে পাচ্ছেন না। তাই মৌসুম শেষে দায়িত্ব ছেড়ে দিতে চান ফ্রান্সের তারকা।   

২০১৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ব্যাক করে সময়টা সুবিধার যাচ্ছে না জিদানের। ফেরার আগেই ‘তুরুপের তাস’ ক্রিস্টিয়ানো রোনালডো পাড়ি জমিয়েছেন ইতালিতে। লিগ জিতলেও গত মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে বাজেভাবে বিদায় নিতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।

এ মৌসুমেও এই আসরে আরও খারাপ হতে পারত। একেবারে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচটা জিতে শেষ পর্যন্ত অবশ্য গ্রুপের শীর্ষে থেকেই নক আউটে নিয়েছেন স্প্যানিশ জায়ান্টদের।

তবে নিজেই আর দায়িত্বে থাকতে চান না রিয়াল মাদ্রিদকে টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিনেদিন জিদান। স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও গোলের মতে, এই মৌসুম শেষেই দলকে ‘বাই’ জানাবেন জিদান।

বুধবার ম্যাচ শেষে জিদান কিছুটা ইঙ্গিতও দিয়েছেন তার। 

‘আমি কখনোই মাদ্রিদের অ্যালেক্স ফার্গুসন হতে পারব না। জানি না কত দিন ক্লাবে আছি, ওই নিয়ে ভাবি না।

‘আমি ভাগ্যবান এই ক্লাবে আসতে পেরে। কঠিন সময়েও আমি খুশি থাকতে পেরেছি। মাদ্রিদে আমি বহু দিন আছি; আরও কিছু দিন থাকতে চাই।’

জিদান ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা, লিভারপুলের সাদিও মানে এবং রেনের মিডফিল্ডার ইদুয়ার্দো কামাভিঙ্গাকে চেয়েছিলেন দলে। কিন্তু রিয়াল চুক্তি করতে ব্যর্থ হয়।

এ বিভাগের আরো খবর