হার বা ড্র করলেই ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হতো, খেলতে হতো ইউরোপা লিগে। সেই ‘লজ্জার’ হাত থেকে বাঁচল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা জোড়া গোলে নক আউট পর্ব নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোস।
বুধবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের বাঁচা-মরার ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
যেখানে ইউরোপা লিগ চোখ রাঙাচ্ছিল, শঙ্কা দেখা দিয়েছিল জিদানের বিদায় নিয়েও। এমন কঠিন পরিস্থিতির মধ্য থেকে দারুণ ফুটবল উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে আক্রমণের পর আক্রমণ করে যায় ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা।
ম্যাচের নবম মিনিটেই তার ফল পায় স্বাগতিকরা। ডান প্রান্ত থেকে লুকাস ভাসকেসের ক্রসে দারুণ এক হেড থেকে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। ৩১ মিনিটে আরও একটা নিখুঁত হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি এই তারকা।
এবার একই প্রান্ত থেকে রদ্রিগোর ক্রস থেকে বল জালে জড়িয়ে আসরে নিজের চতুর্থ গোলটি করেন বেনজেমা।
এই ব্যবধানেই ম্যাচ শেষ হলে নক আউট পর্ব নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে হেরেও শেষ ষোলতে পা রাখে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। শাখতারের সঙ্গে ড্র করায় গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইন্টার মিলান।