বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলে গেলেন মেসিদের কোচ

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২০ ১২:২৯

২০১১ থেকে ২০১৪ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন সাবেয়া। তার অধীনেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলেন মেসিরা।

আর্জেন্টিনার সাবেক কোচ আলেহান্দ্রো সাবেয়া আর নেই। ৬৬ বছর বয়সে মারা গেছেন, আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া এই কোচ। দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন তিনি।

২৬ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বুয়েনোস আইরেসের বেলগ্রানোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরী হার্ট সার্জারি করা হয় তার।

সার্জারি সফল হলেও, ইনফেকশনের শিকার হন এই ফুটবল ট্যাকটিশিয়ান। সেখান থেকে অবস্থা অবনতি হতে থাকে। তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। দুই সপ্তাহ আইসিইউতে থাকার পর, বাংলাদেশ সময় বুধবার ভোরে মারা যান ফুটবল প্রজ্ঞার জন্য ভক্তদের কাছে ‘দ্য প্রফেসর’ উপাধি পাওয়া এই ফুটবল গুরু।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তারা লিখেছে, ‘আলেহান্দ্রো সাবেয়ার মৃত্যুতে এফএ এবং প্রফেশনাল ফুটবল লিগ শোকাহত। এমন শোকের সময়ে আমরা তার পরিবারের পাশে আছি।’

ক্যারিয়ারে সাবেয়ার অবদানের কথা স্মরণ করে লিওনেল মেসি জানান তার সঙ্গেই ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো কাটিয়েছেন।এক ইন্সট্যাগ্রাম পোস্টে সাবেয়ার সঙ্গে নিজের ছবি দিয়ে মেসি লেখেন, ‘আপনার সঙ্গে এতকিছুর অংশীদার হতে পারাটা ছিল আনন্দের। আলেহান্দ্রোর কাছ থেকে আমি অনেক শিখেছি। আমার ক্যারিয়ারে তার অবদান অনেক। একই সাথে দারুণ একজন ব্যাক্তিত্ব ছিলেন। বিশ্বকাপ বাছাই এবং চুড়ান্ত পর্বে তার সঙ্গে ফুটবল নিয়ে আমার সেরা কিছু মুহূর্ত কেটেছে। তার পরিবার ও পরিজনদের প্রতি আমার সমবেদনা।’

২০১১ থেকে ২০১৪ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন সাবেয়া। তার অধীনেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলেন মেসিরা।

আর্জেন্টিনাকে নিয়ে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ২০১১ সালে বাংলাদেশেও এসেছিলেন সাবেয়া।

২০১৪ সালের পর শারীরিক অসুস্থতার কারণে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন সাবেয়া। দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছেন তিনি।

এ বিভাগের আরো খবর