বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেফারির বর্ণবাদী মন্তব্যের অভিযোগে স্থগিত নেইমারদের ম্যাচ

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২০ ১১:৪০

সাবেক চেলসি তারকা এবং বর্তমানে বেসেকসেহিরে খেলা স্ট্রাইকার ডেম্বা বা ওই সময়ে প্রতিবাদ করেন এবং তাকে বলতে শোনা যায়, “আপনি কখনই বলেন না ‘ওই সাদা লোকটি বা এই সাদা লোকটি’। তাহলে কালোদের বেলায় ‘ওই কালো লোকটি’ কেন বলতে হলো?

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ এইচে রাতে মুখোমুখি হয় ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং তুরস্কের ইস্তানবুল বেসেকসেহির। ম্যাচ মাঠে গড়ানোর কিছুক্ষণ পরই পন্ড হয়ে যায়। বেসেকসেহিরের অভিযোগ, ম্যাচের রেফারি বর্ণবাদী মন্তব্য করেছেন তাদের সহকারী কোচের প্রতি। এর প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান ক্লাবের ফুটবলাররা।

তুর্কি ক্লাবটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাদের ওয়াকআউটের ব্যাখ্যা দেয়। ক্লাবটি জানায়, ‘প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে ম্যাচে, ফোর্থ অফিসিয়াল সেবাস্তিয়ান কোলটেস্কু আমাদের সহকারী কোচ পিয়েরে ওয়েবোর বিপক্ষে যে বর্ণবাদী আচরণ করেছেন তার প্রতিবাদে আমাদের ফুটবলাররা মাঠে আর ফিরে না যাবার সিদ্ধান্ত নেয়।’

পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ১৪ মিনিট পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। সাইডলাইন থেকে মাঠে রেফারির একটি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন বেসেকসেহিরের সহকারী ক্যামেরুনিয়ান কোচ পিএয়েরে ওয়েবো।

এক পর্যায়ে সাইডলাইনের পাশে থাকা চতুর্থ অফিসিয়ালের সঙ্গে তর্ক বেধে যায় ওয়েবোর। ওই রেফারি সাইডলাইন থেকে ওয়েবোকে বের করে দেয়ার অনুমতি চান ম্যাচ রেফারির কাছে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি।

ওয়েবো এবং বেসেকসেহিরের অন্য খেলোয়াড়দের দাবি রেফারিকে পরিস্থিতি বোঝানোর সময় ওয়েবোকে নির্দেশ করে ‘ঐ কালো লোকটি’ বাক্যটি ব্যবহার করেন।সাবেক চেলসি তারকা এবং বর্তমানে বেসেকসেহিরে খেলা স্ট্রাইকার ডেম্বা বা ওই সময়ে প্রতিবাদ করেন এবং তাকে বলতে শোনা যায়, “আপনি কখনই বলেন না ‘ওই সাদা লোকটি বা এই সাদা লোকটি’। তাহলে কালোদের বেলায় ‘ওই কালো লোকটি’ কেন বলতে হলো?এই ঘটনার প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে আসেন বেসেকসেহিরের খেলোয়াড়েরা। কিছুক্ষণ পর নেইমার সহ পিএসজি ফুটবলাররাও যোগ দেন তাদের সঙ্গে।ম্যাচশেষে পিএসজি তারকা কিলিয়ান এমবাপে এবং প্রেসনেল কিম্পবেম্পে টুইটারে বেসেকসেহিরের খেলোয়াড়দের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন। ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়ে ইউয়েফা ম্যাচটি বুধবার আবারও আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। একই ভেন্যুতে, রাত ১১টা ৫৫ মিনিটে শুরু হবে ম্যাচ। ১৪ মিনিট থেকেই শুরু হবে খেলা।

গ্রুপ এইচের সবার শেষে আছে বেসেকসাহির। তাদের নক আউটে যাওয়ার সম্ভাবনা নেই। একই গ্রুপে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে নক আউট নিশ্চিত করেছে রেড বুল লাইপসিগ। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইউনাইটেড। আর শেষ ১৬ নিশ্চিত হয়েছে পিএসজির।

বুধবার পিএসজি বেসেকসাহিরকে হারাতে পারলে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে যাবে তারা।

এ বিভাগের আরো খবর