বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডোর জোড়া গোলে বিধ্বস্ত বার্সেলোনা

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২০ ০৪:৫৬

দুই সেরার লড়াইয়ে নিস্প্রভ ছিলেন মেসি। আর রোনালডো করেছেন জোড়া গোল। তার দুই পেনাল্টি আর ওয়েস্টন ম্যাককেনির এক গোলে বার্সেলোনাকে তাদের মাঠেই ৩-০ ব্যবধানে হারাল ইউভেন্তাস।

ম্যাচের আগে সব আলো কেড়ে নিয়েছিলেন দুই দলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডো। আড়াই বছর পর ফুটবল মাঠে দেখা হয় এই দুই আধুনিক গ্রেটের।

দুই সেরার লড়াইয়ে নিস্প্রভ ছিলেন মেসি। আর রোনালডো করেন জোড়া গোল। তার দুই পেনাল্টি আর ওয়েস্টন ম্যাককেনির এক গোলে বার্সেলোনাকে তাদের মাঠেই ৩-০ ব্যবধানে হারাল ইউভেন্তাস।

এই জয়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পৌঁছাল ইতালিয়ান ক্লাবটি। গ্রুপ জি থেকে আগেই নক আউট নিশ্চিত করে বার্সেলোনা।এই ম্যাচ হারায় গ্রুপ রানার্স আপ হয়ে নক আউটে খেলবে রোনালড কুমানের শিষ্যরা।

বার্সেলোনার মাঠ কাম্প ন্যুয়ে শুরু থেকেই অগোছালো ছিল স্বাগতিক দল। ডিফেন্সে অভিজ্ঞ জেরার্ড পিকের চোটের কারণে সুযোগ পান রোনালড আরাউহো। ক্লেমঁ লংলের সঙ্গে তার জুটি প্রতিপক্ষের চেয়ে বেশি ভুগিয়েছে বার্সেলোনাকে।

১৩ মিনিটে আরাউহোর ভুলে প্রথম সুযোগ পায় ইউভেন্তাস। বক্সে রোনালডোকে ফাউল করেন এই সেন্টার ব্যাক। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে, স্পট থেকে চ্যাম্পিয়নস লিগে নিজের ১৩৩তম গোলটি করেন রোনালডো।ইউরোপেরা সেরা টুর্নামেন্টে এটি বার্সেলোনার বিপক্ষে প্রথম গোল পর্তুগিজ সুপারস্টারের।

মিনিট ছয়েকের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে ইউভেন্তাস। হুয়ান কুয়াদ্রাদোর পাস থেকে বক্সে বল পেয়ে যান ম্যককেনি। ডান পায়ের অ্যাক্রোব্যাটিক ভলিতে পরাস্ত করেন বার্সা গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগানকে।

২-০ গোলে পিছিয়ে যাওয়ার পরও ম্যাচে ফেরার মতো পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। মেসি চেষ্টা করেন বার দুয়েক।প্রথমার্ধের শেষ মুহূর্তে ইউভেন্তাস বক্সে তার বিরুদ্ধে ম্যাককেনির করা ফাউলের আবেদন নাকচ করে দেন রেফারি। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউভেন্তাস।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিড বড় করার সুযোগ পায় ইউভে। নিজেদের বক্সে হ্যান্ডবল করেন লংলে। ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে, বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি দেন রেফারি।স্পট থেকে দলের বড় জয় ও গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা নিশ্চিত করতে কোনো ভুল হয়নি রোনালডোর।

ওই গোলেই ম্যাচ ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সেলোনার। মেসি ও আতোঁয়া গ্রিজমান চেষ্টা করেন ব্যবধান কমানোর কিন্তু সফল হননি। 

গ্রিজমানের শট ৫৮ মিনিটে ইউভে গোলকিপার জানলুইজি বুফনের মাথা ছুঁয়ে বারে লেগে প্রতিহত হয়। আর ৬৫ মিনিটে বক্সের ভেতর মেসির শট থেকে দলকে নিরাপদে রাখেন বুফন।৭৬ মিনিটে লিয়ান্দ্রো বনুচ্চির একটি গোল, ভিডিও অ্যাসিস্টেন্টের সহায়তা নিয়ে অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। নাহলে ব্যবধান আরও বড় হতে পারত।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই তুরিনে ফেরে ইউভেন্তাস।এই হারে, নক আউট পর্বের ড্রতে গ্রুপ রানার আপ হিসেবে অবাছাই থাকবে বার্সেলোনা। অর্থাৎ, নক আউট পর্বে তাদের মুখোমুখি হতে হবে অন্য কোনো গ্রুপের চ্যাম্পিয়ন দলকেই।   

এ বিভাগের আরো খবর