২২ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে দেশের মাটিতে ফিরছে ক্লাব ফুটবল। প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পনসর হয়েছে ওয়ালটন গ্রুপ। মঙ্গলবার ওয়ালটন গ্রুপের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি, বাফুফে সদস্য জনাব মোঃ ইলিয়াস হোসেন, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ এবং পেশাদার লিগ কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব শামসুদ্দিন চৌধুরী এবং আইএফআইআসি ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড হেড অফ ইন্টারন্যাশনাল ডিভিশন জনাব শাহ্ মোঃ মঈনুদ্দিন।
এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক এবং কো-স্পন্সর; আইএফআইআসি ব্যাংক।