সর্বকালের দুই সেরা আড়াই বছর পর মুখোমুখি হচ্ছেন মঙ্গলবার রাতে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডোর লড়াই মানেই পুরো ক্রীড়াবিশ্বের দুই ভাগ হয়ে যাওয়া। কে সেরা, মেসি না রোনালডো?গত দশক জুড়ে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে, খেলোয়াড়, বিশ্লেষক ও সমালোচকেরা। মেলেনি কোনো সঠিক জবাব।
তবে, নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় থাকুন বা না থাকুন, ফুটবল মাঠে প্রতি বছরই নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন ফুটবলের দুই আধুনিক কিংবদন্তি। নিউজবাংলার পাঠকদের জন্য এই দুই গ্রেটের সেরা কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো।
ক্যারিয়ার গোল:
১. রোনালডো – ৭৫০ (১০২৯ ম্যাচ)
২. মেসি – ৭১২ (৮৮৬ ম্যাচ)বিশ্বকাপ গোল:
১. রোনালডো – ৭
২. মেসি – ৬
চ্যাম্পিয়নস লিগ গোল:
১. রোনালডো – ১৩২ (১৭৬ ম্যাচ)
২. মেসি – ১১৮ (১৪৬ ম্যাচ)
চ্যাম্পিয়নস লিগ শিরোপা:
১. রোনালডো – ৫ (২০০৮, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮)
২. মেসি - ৪ (২০০৬, ২০০৯, ২০১১, ২০১৫)
লিগ শিরোপা:
১. রোনালডো – ৭ (৩টি ইপিএল, ২টি লা লিগা, ২টি সেরি আ)
২. মেসি – ১০ (লা লিগা)
মুখোমুখি ম্যাচ জয় (মোট ম্যাচ ৩৫):
১. রোনালডো – ১০
২. মেসি – ১৬
ড্র – ৯
ব্যালন ডর ট্রফি:
১. রোনালডো – ৫
২. মেসি – ৬
লাল কার্ড:
১. রোনালডো – ১১
২. মেসি – ২