বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসি-রোনালডো দ্বৈরথ ‘উপভোগ’ করবেন কুমান

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২০ ১২:০২

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ইউভেন্তাস-বার্সেলোনা ম্যাচের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ডাচ ট্যাকটিশিয়ান জানান দুই জনই তাদের প্রজন্মের সেরা খেলোয়াড়।

আড়াই বছর পর আবারও ফুটবল মাঠে দেখা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালডো ও লিওনেল মেসির। দেশ দশক ফুটবল বিশ্বকে শাসন করা এই দুই মহাতারকার শ্রেষ্ঠত্বের বিষয়ে দুই ভাগ হয়ে যান ভক্ত থেকে শুরু করে ফুটবল তারকা ও বিশেষজ্ঞরা।

তবে, তাদের পথে হাঁটেননি বার্সেলোনার কোচ রোনাল্ড কুমান। তার পরামর্শ প্রজন্মের দুই সেরা তারকার দ্বৈরথ ‘উপভোগ’ করার।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ইউভেন্তাস-বার্সেলোনা ম্যাচের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ডাচ ট্যাকটিশিয়ান জানান দুই জনই তাদের প্রজন্মের সেরা খেলোয়াড়। কুমান বলেন, ‘আমার কাছে গত ১০-১৫ বছরে তারাই সেরা খেলোয়াড়। পুরো সময়টা জুড়ে সফল থাকা আসলেই অবিশ্বাস্য। তারা একে অপরের চেয়ে ভিন্ন। গোল, হ্যাটট্রিক এবং ট্রফির সংখ্যা দুজনেরই অবিশ্বাস্য।‘

তবে, ফুটবল বিশ্বের বাকিদের মতো কে সেরা এই তর্কে যাননি কুমান। তুলনা ভুলে দুইজনের খেলা উপভোগ করার পরামর্শ দিয়েছেন বার্সেলোনা কোচ।

‘কে সেরা বলাটা শোভন নয়, কারণ দুইজনই অসাধারণ। তারা দুই জনই আমাদের দারুণ সব গোল ও ট্রফির মাধ্যমে চমৎকার কিছু সন্ধ্যা উপহার দিয়েছে, এই কারণে আমি দুই জনকেই পছন্দ করি। আশা করি আমরা দুই জনের খেলাই কাল (মঙ্গলবার) উপভোগ করতে পারব’, বলেন কুমান।

একই রকম সুর ইউভেন্তাস কোচ আন্দ্রেয়া পিরলোর কথায়। তিনিও চাননা এই দুইজনের একজনে বেছে নিতে। সংবাদ সম্মেলনে পিরলো বলেন, ‘একজন আরেকজনের চেয়ে ভাল বলাটা ভুল হবে। তারা এখনও মাঠে তাদের প্রতিভা দেখিয়ে যাচ্ছেন। ব্যলন ডর জিতছেন এবং লক্ষ-কোটি ভক্তকে আনন্দ দিচ্ছেন। তারা ফুটবলের জন্য অনেক কিছু করেছেন।’

মেসির সাম্প্রতিক বাজে ফর্ম নিয়েও চিন্তিত নন ইউভে বস। প্রয়োজনের সময়ে জ্বলে উঠবেন মেসি এমনটা উল্লেখ করে পিরলো জানান সমস্যাটা তার মনে খেলায় না।

‘গ্রীষ্মে যা ঘটেছে তার কারণে উনি (মেসি) জীবনের একটা বিশেষ পর্যায়ে আছেন। বার্সেলোনায় থাকবেন কিনা সেটা নিয়ে দ্বন্দ্বে আছেন। তবে, মাঠে তার মূল্য উনি বুঝিয়ে যাচ্ছেন। সমস্যাটা তার মনে, খেলায় নয়। উনি কতটা বিষ্ময়কর সেটা অসংখ্যবার প্রমাণ করেছেন’, বলেন পিরলো।

মঙলবার রাত ২টায় চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে রোনালডোর ইউভেন্তাস ও মেসির বার্সেলোনা। দুই দলই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি থাকছে ইতালিয়ান ও স্প্যানিশ ক্লাবটির।

এ বিভাগের আরো খবর