ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও ইউভেন্তাস। স্প্যানিশ জায়ান্ট ও ইতালিয়ান চ্যাম্পিয়নের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে আরেক দ্বৈরথ। প্রজন্মের সেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালডো এবং লিওনেল মেসি মাঠে মুখোমুখি হচ্ছেন আড়াই বছর পর। বার্সেলোনার মাঠ কাম্প ন্যুয়ে ম্যাচ শুরু হচ্ছে রাত ২টায়।
এই দুই মহাতারকা সবশেষ মুখোমুখি হন ২০১৮ সালের মে মাসে। স্প্যানিশ লা লিগার এল ক্লাসিকোর ২-২ গোলে ড্র ম্যাচে গোল পান দুই জনই।
এরপর রোনালডো রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৮ এর জুনে ইউভেন্তাসে যোগ দিলে, স্পেনে মেসি-রোনালডো দ্বৈরথের আশা শেষ হয়ে যায়।
তবে, চ্যাম্পিয়নস লিগে সম্ভাবনা ছিল বার্সেলোনা-ইউভেন্তাসের দেখা হওয়ার। ২০২০ সালে বাস্তবে পরিণত হয় সেই সম্ভাবনা। একই গ্রুপে পড়ে দুই তারকার দুই দল।
২৮ অক্টোবর ছিল ফুটবল ফ্যানদের অনেক অপেক্ষার সেই ইউভেন্তাস-বার্সেলোনা ম্যাচ। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় প্রথম লেগের ম্যাচে ছিলেন না রোনালডো। ফলে, দীর্ঘায়িত হয় অপেক্ষা।
অবশেষে, মঙ্গলবার রাতে দুই সর্বকালের সেরার আরেকটি লড়াই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব।
মুখোমুখি হওয়ার আগে, একেবারেই বিপরীত অবস্থানে দুই তারকার দল। মেসির বার্সেলোনা লা লিগায় হেরেছে কাদিসের কাছে। লিগে ৩২ বছরে সবচেয়ে খারাপ অবস্থানে আছে সাবেক চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়নস লিগে তাদের ফর্ম ভাল। গ্রুপ জির প্রথম দল হিসেবে নক আউটে পৌঁছেছে রোনালড কুমানের শিষ্যরা।
ইউভেন্তাসের বিপক্ষে ম্যাচে থাকছেন না উসমান ডেম্বেলে। হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন এই ফ্রেঞ্চ অ্যাটাকার। কুমান ফরোয়ার্ড লাইনে মেসি সঙ্গে রাখবেন আতোঁয়া গ্রিজমান ও ফিলিপে কোতিনিয়োকে।
ডিফেন্সে তরুণ অস্কার মিনগেসার বদলে যেতে পারে রোনালড আরাউহোকে।
বার্সেলোনার মতোই নক আউট নিশ্চিত করেছে ইউভেন্তাস। রাতের ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট রাউন্ডে অন্য গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার সম্ভাবনাকে এড়াতে চাইবে তারা।
শনিবার তুরিন ডার্বি জিতলেও, সেরি আ টেবিলের চার নম্বরে আছে ইউভে। শীর্ষে থাকা মিলানের চেয়ে ছয় পয়েন্ট পেছানো চ্যাম্পিয়নরা।
বার্সেলোনার বিপক্ষে চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার জর্জো কিয়েলিনি এবং গোলকিপার জানলুইজি বুফনকে পাচ্ছে না তারা। গোলবার আগলাবেন ভইচেক শেজনি। আর ডিফেন্সে লিয়ান্দ্রো বনুচ্চির সঙ্গে দেখে যাবে মাথিয়াস ডি লিখটকে।
আক্রমণভাগে রোনালডোর সঙ্গী থাকছেন আলভারো মোরাতা।
ইউরোপে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচ ম্যাচ জিতে এগিয়ে বার্সেলোনা। ইউভে জিতেছে তিন ম্যাচ। ২০০২-০৩ সালের পর বার্সেলোনার মাঠে জিততে পারেনি ইউভেন্তাস।