জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় আয়োজিত জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা।
সোমবার রাজশাহীতে এই কিশোর ফুটবলের ফাইনালে রংপুর জেলাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মাগুরা জেলা।
ম্যাচের প্রথমার্ধ সমান তালে খেলেছে দুই দলই। ম্যাচের ১৪ মিনিটে খাদিজার গোলে লিড নেয় রংপুর। তার ছয় মিনিট পরে নবিরনের গোলে সমতায় ফেরে মাগুরা।
প্রথমার্ধে ১-১ শেষ করে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় মাগুরা। এবারও গোল করেন নবিরন। ৬৪ মিনিটে অর্পিতার গোলে ৩-১ ব্যবধান করে ফেলে মাগুরা। এই ফলেই শেষ বাঁশি বাঁজলে চ্যাম্পিয়র হয় মাগুরা জেলা।
জোড়া গোলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হোন নবিরন খাতুন।
টুর্নামেন্টসেরা হয়েছেন একই দলের সুবর্ণা খাতুন, সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন রংপুরের রেশমি এবং মাগুরার অর্পিতা বিশ্বাস ৯ গোল করে পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ. এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক, ফিফা ও এএফসি কাউন্সিল মেম্বার, বাফুফে সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য ও রেফারিজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নুরু, মহিলা ফুটবল কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম ও বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।