বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিয়ালের পর এবার কাদিসের শিকার বার্সেলোনা

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২০ ১০:৫০

কাদিসের মাঠে ২-১ গোলে হারের পর, ৩২ বছরে লিগে সবচেয়ে খারাপ অবস্থানে আছে কাতালান জায়ান্টরা। ১০ ম্যাচ খেলে মাত্র ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। এর আগে ১৯৮৭-৮৮ মৌসুমে একই অবস্থানে তাদের সংগ্রহ ছিল ১২।

স্প্যানিশ লা লিগার নিজেদের দুর্দশা কাটছেই না বার্সেলোনার। রাতে কাদিসের মাঠে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসির দল।

এই হারে গত ৩২ বছরে লিগে সবচেয়ে খারাপ অবস্থানে আছে কাতালান জায়ান্টরা। ১০ ম্যাচ খেলে মাত্র ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।এর আগে ১৯৮৭-৮৮ মৌসুমে একই অবস্থানে তাদের সংগ্রহ ছিল ১২।

কাদিসের মাঠে বার্সেলোনার কোনো খেলোয়াড়ের পা থেকে আসেনি গোল। যে গোলটি বার্সেলোনার নামের পাশে সেটিও আত্মঘাতী।

আলভারো হিমেনেসের গোলে ৮ মিনিটে নিজেদের মাঠে লিড নেয় কাদিস। হিমেনেসের চেয়ে গোলের পেছনে অবদান বেশি ছিল বার্সা ডিফেন্ডার অস্কার মিনগেসার।

সেট পিস থেকে নেয়া ক্রস থেকে দলকে রক্ষা করতে যেয়ে উলটো হেড করে নিজের গোলের দিকে বল পাঠিয়ে দেন তিনি।গোল লাইনের সামনে থেকে বলে পা ছুঁইয়ে দলকে লিড এনে দেন হিমেনেস।

প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরাতে পারেনি বার্সেলোনা। বিরতির পর পেদ্রো আলকারার ভুলে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

৫৭ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে হোর্দি আলবার ক্রস ক্লিয়ার করতে যেইয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন এই কাদিস ডিফেন্ডার।

এর ছয় মিনিট পর আবারও ভুল করে বার্সেলোনার ডিফেন্স। আলবার থ্রো থেকে বক্সে বল রিসিভ করতে ব্যর্থ হন ক্লেমঁ লংলে। গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগানও বেরিয়ে আসেন গোলবার ছেড়ে।

এই সুযোগে অভিজ্ঞ আলভারো নেগ্রাদো ঠান্ডা মাথায় স্কোর করে দলের জয় নিশ্চিত করেন। এর ফলে, রিয়াল মাদ্রিদকে হারানোর পর বার্সেলোনার বিপক্ষেও জয়ের স্বাদ নিল কাদিস। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের পাঁচে। 

ম্যাচশেষে দলের রক্ষণ নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বার্সা বস রোনালড কুমান। মনোসংযোগের ঘাটিতে থেকেই গোল হজম করেছে দল স্বীকার করে নিয়ে তিনি বলেন, 'দ্বিতীয় গোলটির মতো করে গোল হজম করার কোনো কারন নেই। এটা মনযোগের অভাব। একটা ভালো সপ্তাহ কাটানোর পর আজ (শনিবার) কি হলো সেটা ব্যাখ্যা করা মুশকিল।'

গত সপ্তাহে বার্সেলোনা লিগে ওসাসুনাকে হারানোর পর ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ফেরেন্তসভারোসকে হারায় বার্সা। আর সপ্তাহ শুরু করেছে হার দিয়ে।

এমন পারফর্মেন্স ও হারের পর হতাশ কুমানের মতে লিগ শিরোপা তার নাগালের বাইরে । শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদকে ধরা সহজ হবে না জানিয়ে এই ডাচ ট্যাকটিশিয়ান বলেন, 'লা লিগার শিরোপা থেকে বেশ খানিকটা পিছিয়ে গেলাম। আমি খুবই হতাশ। তারা (আতলেতিকো) অনেক পয়েন্ট এগিয়ে। আমরা যদি প্রতিপক্ষের মাঠে এর চেয়ে ভালো খেলতে না পারি, তাহলে আমাদের আর কিছু করার নেই।'

লা লিগায় ১০ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো। ১১ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে আছে তিনে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া বার্সেলোনার অবস্থান ৭।

এ বিভাগের আরো খবর