বুধবার ডিনামো কিয়েভের বিপক্ষে গোল করে বর্নাঢ্য ক্যারিয়ারে আরেকটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালডো। সেটি ছিল তার ক্যারিয়ারের ৭৫০তম গোল।
এই ৭৫০ তম গোলকে উদযাপন করতে শনিবার ইউভেন্তাস রোনালডোকে উপহার দিল ‘৭৫০’ লেখা একটি জার্সি। তুরিনের ইউভেন্তাস স্টেডিয়ামে তোরিনোর বিপক্ষে ম্যাচের আগে রোনালডোর হাতে ইউভেন্তাস প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লি জার্সিটি তুলে দেন।
ক্যারিয়ারের ৭৫০ গোলের সিংহভাগ রোনালডো করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। স্প্যানিশ ক্লাবের হয়ে পর্তুগিজ সুপারস্টার গোল করেছেন ৪৫০টি।
১১৮টি গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ও ইউভেন্তাসের হয়ে করেছেন ৭৫টি। পর্তুগাল জাতীয় দলের হয়ে করেছেন ১০২টি গোল। বাকি পাঁচটি গোল পর্তুগিজ ক্লাব স্পোর্টিং এর হয়ে।
পেশাদার গোলের হিসেবে রোনালডো আছেন সর্বকালের তালিকায় চার নম্বরে। তার উপরে আছেন পেলে, রোমারিও ও জোসেফ বিকান।
রোনালডোর উদযাপনের দিন তোরিনোর বিপক্ষে জয় পেতে ঘাম ছুটে গেছে ইউভেন্তাসের। লিয়ান্দ্রো বোনুচ্চির শেষ মুহূর্তের গোলে ইউভে ২-১ গোলে জিতলেও গোল পাননি রোনালডো।