শেষ দুই ম্যাচের দুটিতে হেরেছিল তারা। সেভিয়ার মাঠে নামবার আগে তাই রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বেশ চাপে ছিলেন।
সেই চাপ সামান্য হলেও কাটল সেভিয়ার বিপক্ষের ম্যাচে। সেভিয়া গোলকিপার বোনোর আত্মঘাতী গোলে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে মাদ্রিদ।
ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে সেভিয়াই। কিন্তু রিয়ালের জমাট ডিফেন্সে চিড় ধরাতে পারেননি তারা। বরং ৫৫ মিনিটে ভুতুড়ে এক আত্মঘাতী গোলে তিন পয়েন্ট উপহার দিয়ে বসে রিয়ালকে।
ফারল্যান্ড মেন্ডির ক্রসে পা ছুঁইয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু তাতে বলটা ঠিক গোলমুখে যাচ্ছিল না। মনে হচ্ছিল, সহজেই বল ধরে ফেলবেন সেভিয়া গোলকিপার বোনো। কিন্তু কীসের কী!
বোনোর হাতে লেগে বল চলে যায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় মাদ্রিদ।
মাদ্রিদ এগিয়ে যাবার পর বারবার আক্রমণ করলেও তাতে লাভ হয়নি সেভিয়ার। স্পষ্ট কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। তাই অনেক আক্রমণ সামলালেও রিয়াল গোলকিপার থিবোঁ কোতোয়াকে অতিমানবিক কোনো সেভ করতে হয়নি।
রিয়াল এগিয়ে যেতে পারতো প্রথম মিনিটেই। রদ্রিগোর পাস থেকে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন ভিনিসিয়াস। তার শট চলে যায় বাইরে।
মিনিট তিনেক পর বোনোর আরেক ভুলে গোল করতে স্রেফ পা লাগাতে হতো ভিনিসিয়াসের। কিন্তু ব্রাজিলিয়ান এই তরুণ সেটিও করতে না পারায় গোল পায়নি রিয়াল।
এই জয় দিয়ে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে সেভিয়া।