তিন দিন পিছিয়ে ২২ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে দেশের ক্লাব ফুটবল।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর সময় এখনও চূড়ান্ত না করা হলেও নির্বাচন করা হয়েছে ভেন্যু। আপাতত ৫ ভেন্যুতে হবে লিগের ম্যাচ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে শনিবার বিকেলে পেশাদার লিগ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভার শুরুতে বাফুফের সাবেক সহ-সভাপতি বাদল রায় ও কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভা শেষে জানানো হয়, আগামী ২২ ডিসেম্বর থেকে ‘ফেডারেশন কাপের ২০২০-২১’ মৌসুম শুরু হবে। তবে প্রিমিয়ার লিগ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
প্রিমিয়ার লিগের জন্য রাজধানীসহ ঢাকার বাইরে মোট ৫ ভেন্যু চূড়ান্ত করেছে কমিটি। ভেন্যুগুলো হলো- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম-নরসিংদী, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ ও কুমিল্লা জেলা স্টেডিয়াম, কুমিল্লা।
এ ছাড়া আসন্ন মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অংশগ্রহণ নিশ্চিত করতে বাফুফে কর্তৃক সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানানো হয়।