পাবনার চাটমোহরে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে চাটমোহর বালুচর মাঠে ফাইনালে শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘ ৩-১ গোলে চিকনাই ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ীদের পুরস্কার তুলে দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম ও পাবনার সহকারি পুলিশ সুপার সজিব শাহরীন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, বেসরকারি সংস্থা পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলম, অবসরপ্রাপ্ত কর্নেল মনির আহমেদ কাদেরী, প্রবীণ খেলোয়ার আব্দুল বারী গুরু, রবিউল করিম রবি, আব্দুস সালাম সরকার, আশরাফুল আলম হেলালসহ অনেকে।
চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও তিন হাজার টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও দুই হাজার টাকা দেয়া হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়ার হিসেবে শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘের শুভকে পুরস্কৃত করা হয়।রিয়েল জীম ও রংধুন যুব সংঘের আয়োজনে গত ২৭ নভেম্বর আটটি দল নিয়ে নক আউট পদ্ধতিতে টুর্নামেন্ট শুরু হয়েছিল।