বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথমার্ধে কাতারের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২০ ২৩:০০

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয়পর্বের ম্যাচে প্রথমার্ধ শেষে কাতারের সঙ্গে দুই গোলে পিছিয়ে আছে বাংলাদেশ দল।  

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৫ ধাপ উপরে থাকা কাতারের সঙ্গে নিজেদের ব্যবধান বুঝতে পারছে বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয়পর্বের ম্যাচে প্রথমার্ধ শেষে কাতারের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ দল।  

শুক্রবার দোহার আব্দুল্লাহ বিন খালিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

শক্তিমত্তা ও র‍্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকা কাতার প্রথমার্ধে একের পর এক আক্রমণ করে গেছে। ৭৫ ভাগ পজেশন নিয়ে খেলেছে কাতার। আর মুহূর্মুহূ আক্রমণে পুরো ৪৫ মিনিট ধরেই ব্যস্ত রেখেছে বাংলাদেশের রক্ষণভাগ।

ম্যাচের শুরুটা ভয়ংকরভাবেই শুরু করে কাতার। ৩ মিনিটেই এগিয়ে যেতে পারত কাতার। আকরাম আফিফের ক্রস থেকে আহমেদ আলেয়ালদিনের হেড বারে লেগে ফিরে আসে।

৯ মিনিটে লিড নেয় কাতার। ডি বক্সের ভেতর থেকে আব্দেল আজিজ হাকিমের শট বাংলাদেশের ডিফেন্ডারের পায়ে লেগে জালে জায়গা করে নেয়।  

২৮ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ক্রস সিক্স ইয়ার্ডের উপর দিয়ে ভেসে আসলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হোন রিয়াদুল হাসান রাফি ও তপু বর্মন।

৩১ মিনিটে কাতারের আরেকটি আক্রমণকে ঠেকিয়ে দেন গোলকিপার জিকো। আফিফের ফ্লিকটা দারুণভাবে রুখে দেন তিনি।

তবে শেষ রক্ষা হয়নি। ৩৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আফিফের নেয়া বাঁকানো শট জাল খুঁজে পেলে জিকোর আসলে কিছু করার ছিল না। একেবারে ডান বারের ডান কোণ বরাবর বল ঢুকলে ব্যবধান দ্বিগুণ করে কাতার।    

পুরো প্রথমার্ধে হাতে গোনা দুয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছে। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি সাদ ও সুফিল।  

প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে এবার হয়তো ফরমেশন ও কৌশলেও পরিবর্তন আনতে পারেন জেমি ডে। এদিকে আক্রমণে নতুন কৌশল নিয়ে নামতে পারেন কাতারের কোচ ফেলিক্স সানচেজ।

এ বিভাগের আরো খবর