বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ বাছাইয়ে অভিষেক জিকোর, ফিরলেন তপু

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২০ ২১:১৮

বিশ্বকাপ বাছাইপর্বে এটাই জিকোর প্রথম ম্যাচ। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম চার ম্যাচে খেলতে না পারা ডিফেন্ডার তপু বর্মন মূল একাদশে সুযোগ পেয়েছেন।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় পর্বে কাতারের বিপক্ষে বাংলাদেশের মূল একাদশে বড় পরিবর্তন হিসেবে থাকছেন গোলকিপার আনিসুর রহমান জিকো ও তপু বর্মন।

দেশটির আব্দুল্লাহ বিন খালিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।  

বিশ্বকাপ বাছাইপর্বে এটাই বসুন্ধরা কিংসের গোলকিপারের প্রথম ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ে এর আগের চার ম্যাচেই গ্লাভস হাতে বারের সামনে দাঁড়িয়েছিলেন আশরাফুল ইসলাম রানা।

এ ছাড়া ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম চার ম্যাচে খেলতে না পারা ডিফেন্ডার তপু বর্মন মূল একাদশে সুযোগ পেয়েছেন।

মূল একাদশে রক্ষণে থাকছেন বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, তপু বর্মন ও রিয়াদুল হাসান রাফি। মাঝমাঠে খেলবেন জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ ও মোহাম্মদ ইব্রাহিম।

আক্রমণে থাকছেন মাহবুবুর রহমান সুফিল ও সাদ উদ্দীন। কাতারের বিপক্ষে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলবে বাংলাদেশ। ৪-৪-২ ফরমেশনে দল সাজাতে পারেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।

বাংলাদেশের মূল একাদশ:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, তপু বর্মন ও রিয়াদুল হাসান রাফি

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ ও মোহাম্মদ ইব্রাহিম।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল ও সাদ উদ্দীন।

এ বিভাগের আরো খবর