বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে বিক্রি করে দিতেন বার্সেলোনা সভাপতি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ ডিসেম্বর, ২০২০ ১৮:৪৪

স্প্যানিশ গণমাধ্যম আরএসিওয়ানের সাথে এক সাক্ষাৎকারে তুসকেতস জানান, তিনি দায়িত্বে থাকলে গ্রীষ্মে বিক্রি করে দিতেন মেসিকে। এমন মন্তব্যের পেছনে তার যুক্তি, এতে একই সাথে যেমন কিছু টাকা কামাতো বার্সা, তেমনি মেসির বিশাল বেতন না দিতে হওয়ায় টাকাও বাঁচত ক্লাবের।

গত গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত নানা বিবাদের পর ক্লাবে থেকেই যান এই আর্জেন্টাইন। 

এরপর জল বহুদূর গড়িয়েছে বার্সেলোনায়। ‘নো কনফিডেন্স’ ভোটের মুখে পদত্যাগ করেছেন সভাপতি হোসেপ মারিয়া বার্তোমিউ এবং তার পুরো বোর্ড। 

বার্তোমিউর জায়গায় আপাতত বার্সেলোনার সভাপতির দায়িত্ব পালন করছেন কার্লোস তুসকেতস। জানুয়ারিতে সভাপতি নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

স্প্যানিশ গণমাধ্যম আরএসিওয়ানের সাথে এক সাক্ষাৎকারে তুসকেতস জানান, তিনি দায়িত্বে থাকলে গ্রীষ্মে বিক্রি করে দিতেন মেসিকে। এমন মন্তব্যের পেছনে তার যুক্তি, এতে একই সাথে যেমন কিছু টাকা কামাতো বার্সা, তেমনি মেসির বিশাল বেতন না দিতে হওয়ায় টাকাও বাঁচত ক্লাবের।

‘অর্থনৈতিক দিক থেকে, আমি গ্রীষ্মে মেসিকে বিক্রি করে দিতাম। এটা দারুণ হতো আমরা যে টাকাটা পেতাম এবং যে টাকাটা বাঁচাতাম সেটির জন্য’, বলেন তিনি।

তুসকেতস চাইলেও বার্সেলোনার সভাপতি নির্বাচনের প্রার্থীদের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। ভিক্টর ফন্ট, জোয়ান লাপোর্তা, জর্দি ফারে - সবাই বলেছেন তারা মেসিকে রাখতে চান বার্সেলোনায়ই।

মেসির বার্সেলোনার সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ আগামী জুনে। জানুয়ারির এক তারিখ থেকে এই আর্জেন্টাইন পারবেন অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে। 

বার্সেলোনা ভক্তরা চাইবেন, বর্তমান সভাপতি এমন কথা বললেও তাদের অধিনায়ক ক্লাব ছাড়বেন না। সেই সিদ্ধান্তের জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে জানুয়ারি পর্যন্ত।

এ বিভাগের আরো খবর