বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির জন্য পজিশন ছেড়ে দিতে প্রস্তুত নেইমার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ ডিসেম্বর, ২০২০ ১৮:০১

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হবে ২০২১ সালের জুনে। এরপর মেসির গন্তব্য হিসেবে নাম এসেছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলানের। নেইমার অবশ্য চান, পিএসজিতেই আসুন মেসি।

লিওনেল মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বের কথা অজানা কিছু নয়। যে চার বছর নেইমার ছিলেন বার্সেলোনায়, সেই সময়ে মেসি ছিলেন তার কাছের মানুষের অন্যতম। দুই জনের সঙ্গে লুইস সুয়ারেস মিলে গড়েছিলেন ভয়ংকর এক আক্রমণভাগ। 

সেই ত্রিশূল ভাঙ্গে ২০১৭ সালে যখন নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান। এরপর প্রতি দলবদলের মৌসুমেই গুঞ্জন ওঠে, নেইমার ফিরবেন বার্সেলোনায়। কিন্তু সেটি আর বাস্তব হয়ে ওঠে না। হয় না মেসি এবং নেইমারের একসাথে আবার মাঠে নামাও। 

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হবে ২০২১ সালের জুনে। এরপর মেসির গন্তব্য হিসেবে নাম এসেছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলানের। নেইমার অবশ্য চান, পিএসজিতেই আসুন মেসি।

বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পিএসজির ৩-১ গোলে জয়ের পর নেইমার টিভি নেটওয়ার্ক ইএসপিএনকে বলেন, মেসির সাথে সামনের বছরই আবার খেলতে চান। সেজন্য নিজের পজিশন ছেড়ে দিতেও রাজি এই ব্রাজিলিয়ান।

‘আমি সবচেয়ে বেশি চাই আবারও মেসির সাথে খেলতে। তার সাথে মাঠে উপভোগ করতে। সে আমার জায়গায় খেলতে পারে, তাতে কোনো আপত্তি নেই! কিন্তু তার সাথে আগামী বছর খেলতে চাই। আমাদের এটা আগামী মৌসুমে করতেই হবে’, বলেন নেইমার।

মেসি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন গত গ্রীষ্মকালীন দলবদলেই। কিন্তু বার্সেলোনা রাজি না হওয়ায় তেমনটি হয়নি। 

জানুয়ারির এক তারিখ থেকেই অন্য যেকোনো দলের সঙ্গে চুক্তির ব্যাপারে আলোচনা করতে পারবেন মেসি। নেইমারকে কি তবে তার মাসখানেক আগেই বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে রাখলেন?

মেসির চুক্তি নবায়ন নিয়ে আপাতত কাজ করতে পারছে না বার্সেলোনা। জানুয়ারিতে সভাপতি নির্বাচনের আগে সেটি সম্ভব হওয়ার সম্ভাবনাও ক্ষীণ।

এ বিভাগের আরো খবর