বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে ছাড়াই বড় জয় বার্সেলোনার

  •    
  • ৩ ডিসেম্বর, ২০২০ ১১:০৮

ফেরেনতসভারোসের মাঠ থেকে ৩-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে রোনাল্ড কুমানের দল। গোল পেয়েছেন আতোঁয়া গ্রিজমান, মার্টিন ব্র্যাথওয়েইট এবং উসমান ডেম্বেলে।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের নক আউট রাউন্ড নিশ্চিত করেছিল বার্সেলোনা আগের ম্যাচেই। বুধবার রাতে নির্ভার হয়ে তারা খেলতে যায় বুদাপেস্টে।লিওনেল মেসি, ফিলিপে কোতিনিয়ো, মার্ক-আন্ড্রে টের স্টেগানদের ছাড়া একাদশ সাজিয়ে কাতালান জায়ান্টরা মোকাবিলা করে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্তসভারোসকে।

প্রতিপক্ষের মাঠ থেকে ৩-০ গোলের বড় জয় নিয়েই বার্সেলোনাতে ফিরেছে রোনাল্ড কুমানের দল।গোল পেয়েছেন আতোঁয়া গ্রিজমান, মার্টিন ব্র্যাথওয়েইট এবং উসমান ডেম্বেলে।

পুসকার অ্যারেনায়, বার্সেলোনার ৩টি গোলই আসে ম্যাচের প্রথম আধঘন্টায়। যার প্রথমটি আসে ১৪ মিনিটে।

ডেম্বলের পাস থেকে বাঁ প্রান্তে বল পেয়ে যান হোর্দি আলবা। বক্সে তার বাড়ানো বল থেকে স্কোর করেন গ্রিজমান।

দ্বিতীয় গোলেও ছিল ডেম্বলের অবদান। এই ফ্রেঞ্চম্যানের পাস থেকে মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করে সফরকারী দল।

ম্যাচ ভাগ্য নিশ্চিত হতে সময় লাগে আরও মিনিট দশেক। ব্র্যাথওয়েইটকে স্বাগতিক ডিফেন্ডার আব্রাহাম ফ্রিমপং বক্সে ফাউল করলে, পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

স্পট থেকে স্কোরলাইন ৩-০ ও বার্সেলোনার জয় নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি ডেম্বেলের। এই জয়ে গ্রুপ জিতে শীর্ষে থেকেই পরে রাউন্ড নিশ্চিত করল স্প্যানিশ ক্লাবটি।

একই গ্রুপ থেকে নক আউটে তাদের সঙ্গী হচ্ছে ইউভেন্তাস। ডিনামো কিয়েভকে ৩-০ গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

বড় জয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালডো, আলভারো মোরাতা এবং ফেদেরিকো কিয়েসা। রোনালডোর ৭৫০তম ক্যারিয়ার গোল ছিল এটি।

গ্রুপ জি এর মতো নিশ্চিত নয় গ্রুপ এইচের অবস্থা। প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রেডবুল লাইপসিগ আছে ৯ পয়েন্টে।

রাতে নেইমারের জোড়া আর আর মার্কিনিয়োসের এক গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারায় পিএসজি। আর তুরস্কের ইস্তানবুল বাসেকসেহিরের বিপক্ষে লাইপসিগের জয় ছিল ৪-৩ গোলের।

এ বিভাগের আরো খবর