বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভালো রেজাল্ট নিয়ে দেশে ফিরবো: সাদ

  •    
  • ২ ডিসেম্বর, ২০২০ ২২:৫৪

একদিন পর কাতারের সঙ্গে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম ম্যাচে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশটির সঙ্গে হেরে যায় জামাল ভূঁইয়ারা। এবারে অ্যাওয়ে ম্যাচ থেকে ভাল ফল নিয়ে ফেরার আশা জাতীয় দলের।

বুধবার অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় কাতার ম্যাচ নিয়ে প্রত্যাশার কথা বলেন ফরোয়ার্ড সাদ উদ্দীন।

বিশ্বকাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে গোল করা এই ঢাকা আবাহনীর এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের ভালো একটা ট্রেনিং সেশন হয়েছে। ম্যাচ সংক্রান্ত ট্রেনিংগুলো করা হয়েছে। বৃহস্পতিবার মূল স্টেডিয়ামে অনুশীলন করব। ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরব আশা রাখি।’

প্রথম প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়ে বাংলাদেশের হয়ে গোল করা রাকিব হাসান মুখিয়ে আছেন সেরাটা দিতে। বলেন, ‘সবাই অনেক পরিশ্রম করছি। ব্যক্তিগতভাবে যদি মূল একাদশে সুযোগ পাই তাহলে সর্বোচ্চ দেয়ার চেষ্টা থাকবে।’

দলের জন্য সুখবর কাতার পৌঁছেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। পৌঁছেই কোভিড টেস্টে নিজের নমুনা দেন তিনি। বৃহস্পতিবার নেগেটিভ আসলে দলের সঙ্গে যোগ দিবেন এই ইংলিশ ট্যাকটিশিয়ান।

জেমির উপজস্থিতি দলে স্বস্তি বাড়িয়েছে। জাতীয় দলের পর্যবেক্ষক ইমতিয়াজ হামিদ সবুজের কথায়ও তা স্পষ্ট। বাফুফে কার্যনির্বাহী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা খুব খুশি যে জেমি ডে এসেছেন। সবকিছু ঠিক থাকলে পরশু দলের সঙ্গে যোগ দিবেন। জেমি থাকলে ফুটবলারদের মন চাঙা থাকবে আশা করি।’

শুক্রবার কাতারের সঙ্গে আব্দুল্লাহ বিন খালিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দশটায় মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন এক হাজার আটশ দর্শক।  

এ বিভাগের আরো খবর