ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে শনির দশা কাটছে না রিয়াল মাদ্রিদের। চতুর্থ রাউন্ডে ইন্টার মিলানকে হারানোর পর, নক আউটে কোয়ালিফাই করার সম্ভাবনা উজ্জ্বল করে টুর্নামেন্টের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন দলটি।কিন্তু মঙ্গলবার রাতে শাখতার দনেৎস্কের মাঠে ২-০ গোলে হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শংকা এখন তাদের সামনে।
ইউক্রেইনের ক্লাবটির মাঠে নামার আগে লা লিগাতেও হতাশাজনক ছিল রিয়ালের পারফর্ম্যান্স। দেপোর্তিভো আলাভেসের কাছে নিজ মাঠে হেরে যায় জিনেদিন জিদানের দল।
সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শাখতারের মাঠে দুই বড় তারকা সার্হিও রামোস ও ইডেন অ্যাজারকে ছাড়াই নামে রিয়াল। একাদশে ফেরেন কারিম বেনজেমা।
পুরো ম্যাচে রিয়াল গোলে শট নিয়েছে ১৫টি। শাখতারের ছিল সাতটি। কম সুযোগ পেয়েও তা কাজে লাগায় স্বাগতিক দল। জিদানের রক্ষণভাগও ছিল ভুলে ভরা।
রামোস না থাকায় রাফায়েল ভারানকে জুটি গড়তে হয় নাচো ইগলেসিয়াসের সঙ্গে। দুই জনের ফাঁক গলেই প্রথম গোল পায় শাখতার ৫৭ মিনিটে। দেনতিনিয়ো এগিয়ে দেন ঘরের দলকে।
লুকাস ভাসকেস খেলেছেন তার অপছন্দের রাইট ব্যাক পজিশনে। শাখতারের লেফট উইংয়ে থাকা মানোর সলোমনের বিপক্ষে ভাসকেস সুবিধান করতে পারেননি একেবারেই। ৮২ মিনিটে রিয়ালের ডান প্রান্ত দিয়েই গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগান এই ইজরায়েলি ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই ইউক্রেইন ছাড়তে হয় জিদানের শিষ্যদের। এই নিয়ে শাখতারের বিপক্ষে দুই লেগেও হারল রিয়াল। ম্যাচের প্রথম লেগে রিয়ালের মাঠে ৩-২ গোলে জিতেছিল শাখতার।
এমন বাজে ফর্মের পর স্বাভাবিক কারণেই চাপ বাড়ছে জিদানের ওপর। তবে চাপে কাছে নতি স্বীকার করছেন না এই ফ্রেঞ্চ ট্যাকটিশিয়ান। 'আমি পদত্যাগ করছি না, কোনো ভাবেই না', ম্যাচশেষে গণমাধ্যমকে এমনটাই জানান জিদান।
খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেতে দলকে নিয়ে লড়াই করে যাওয়ার দাওয়াই জিদানের। তিনি বলেন, 'এটা সত্য কথা আমরা টানা কয়েকটা খারাপ ফল পেয়েছি। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে চলবে না। আজকে আমাদের জন্য ফাইনাল ম্যাচের মতো ছিল। প্রস্তুতিও ভাল ছিল। আরও একটা ম্যাচ বাকি আছে, এখন সেটা আমাদের জিততেই হবে।'
রিয়াল নক আউট নিশ্চিত না করলেও, শেষ ১৬তে যোগ দিয়েছে পর্তুগালের দল এফসি পোর্তো। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। সিটি গত সপ্তাহেই নক আউট নিশ্চিত করেছে।
বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। আর আয়াক্স আমস্টার্ডামকে একমাত্র গোলে হারিয়েছে লিভারপুল।