বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দলে ফিরতে তর সইছে না জেমির

  •    
  • ১ ডিসেম্বর, ২০২০ ১৬:৪৭

পঞ্চমবারে কোভিড টেস্টে জেমির নেগেটিভ হওয়ার সংবাদে স্বস্তি ফিরেছে জাতীয় দলে। এক ভিডিও বার্তায় মঙ্গলবার তিনি নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

১৫ দিন পর করোনা থেকে সেরে উঠেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে কাতার ম্যাচে জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছেন এই ইংলিশ ট্যাকটিশিয়ান।

পঞ্চমবারে কোভিড টেস্টে জেমির নেগেটিভ হওয়ার সংবাদে স্বস্তি ফিরেছে জাতীয় দলে। এক ভিডিও বার্তায় মঙ্গলবার তিনি নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

জেমি বলেন, ‘আমরা কাতার ম্যাচের দিকে তাকিয়ে আছি। ভালো একটা অভিজ্ঞতা হবে আশা করি। দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি। কয়েক সপ্তাহ ধরে তাদের মিস করছি। অপেক্ষায় আছি তাদের সঙ্গে দেখা করতে।’

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পরই কোভিড টেস্টে পজিটিভ হন জেমি। তাকে ছাড়াই কাতার যায় জাতীয় দল। ঢাকায় হোটেলে আইসোলেশনে থেকেও প্রতিদিন খেলোয়াড়দের শিডিউল ও যাবতীয় বিষয় নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন জেমি।

৪ ডিসেম্বর কাতার ম্যাচের জন্য দলের অবস্থায় জেমি সন্তুষ্ট। তিনি বলেন, ‘১০ দিন খুব ভালো কেটেছে। ট্রেনিংয়ে দারুণ করেছে ওরা। সুযোগ-সুবিধা তাদের ভালো দেয়া হয়েছে। অনেক পরিশ্রম করছে ট্রেনিংয়ে সবাই। দুইটা ভালো ম্যাচ খেলেছে। ফল এখানে ব্যাপার না। ম্যাচের জন্য ফিট হচ্ছে এটাই বড় কথা।

‘পরিকল্পনা মাফিক সবকিছু চলছে। আরও তিন সপ্তাহ সময় থাকলে হয়ত ভালো হতো। এই সময়টাকে যতটুকু সম্ভব কাজে লাগাতে হবে। আমি না থাকলেও সেরা কোচরাই অনুশীলন করাচ্ছে।’

৩০ নভেম্বর কোভিড টেস্টে নেগেটিভ এসেছে জেমির। এই কয়দিন চার দেয়ালেই বন্দী ছিলেন তিনি। আইসোলেশন সহজ ছিল না, জানান জেমি। বলেন, ‘অনেকদিন ধরে এক রুমের মধ্যে বন্দী থাকা অনেক কঠিন। শারীরিক ও মানসিকভাবে কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি এখন কাতার ম্যাচের জন্য মুখিয়ে আছি। ফোকাস করছি প্লেয়ারদের সঙ্গে আবারও কাজ করতে।’

জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বুধবার কাতার যাচ্ছেন জেমি। ওখানে একদিনের কোয়ারেন্টিনে থাকতে হতে পারে তাকে। স্বাস্থ্যবিধি নিয়ে কাতারের কোয়ারেন্টিন সময় কমানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ বিভাগের আরো খবর