বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিমেনেসের মাথায় সফল অস্ত্রোপচার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ ডিসেম্বর, ২০২০ ১২:২৯

সোমবার রাতে তার মাথায় সফল অস্ত্রোপচার হয়েছে। তার ক্লাব উলভস এক বিবৃতিতে নিশ্চিত করেছে, সুস্থ আছেন হিমেনেস। বর্তমানে তিনি আশংকামুক্ত। মাথার খুলিতে অস্ত্রোপচার করা হয় এই মেক্সিকান ফুটবলারের। সংঘর্ষের কারণে মাথার খুলিতে চিড় ধরে তার।

আর্সেনালের বিপক্ষে ম্যাচে বলের দখল নিয়ে দাভিদ লুইজের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় রাউল হিমেনেসের। লুইজ খেলা চালিয়ে গেলেও, স্ট্রেচারে করে মাঠ ছাড়েন উলভার হ্যাম্পটন ওয়ান্ডারার্সের এই ফরোয়ার্ড।

সোমবার রাতে তার মাথায় সফল অস্ত্রোপচার হয়েছে। তার ক্লাব উলভস এক বিবৃতিতে নিশ্চিত করেছে, সুস্থ আছেন হিমেনেস। বর্তমানে তিনি আশংকামুক্ত। মাথার খুলিতে অস্ত্রোপচার করা হয় এই মেক্সিকান ফুটবলারের। সংঘর্ষের কারণে মাথার খুলিতে চিড় ধরে তার।

'গত রাতে অস্ত্রোপচারের পর রাউল এখন ভাল আছেন। তার বান্ধবী দানিয়েলার সঙ্গে তার কথা হয়েছে এবং এখন তিনি বিশ্রামে আছেন। মাঠের ফেরার জন্য পুনর্বাসন প্রক্রিয়া শুরুর আগে তাকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে হবে, আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় উলভস।

সোমবার রাতে এই টুইটে হিমেনেস তার সফল অস্ত্রোপচারের কথা নিজেই নিশ্চিত করেছেন। হিমেনেস লিখেছেন, 'সবার সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ। বর্তমানে পর্যবেক্ষণে আছি। আশা করি খুব দ্রুত মাঠে ফিরব।' 

রোববারের ম্যাচে দুই খেলোয়াড় মাথায় আঘাত পাওয়ার পর খেলা প্রায় ১০ মিনিট বন্ধ থাকে। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে হিমেনেসকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সরাসরি তাকে ভর্তি করানো হয় হাসপাতালে।

এ বিভাগের আরো খবর