ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে এ-গ্রুপের ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে আতলেতিকো মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। আতলেতির মাঠ ওয়ান্ডা মেত্রোপলিতানোতে ম্যাচ শুরু রাত ২টায়।
বায়ার্ন এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে নক আউট পর্ব। আতলেতিকো মাঠে নামার আগেই, ১১টা ৫৫ মিনিটে মাঠে নামছে গ্রুপের অন্য দুই দল লোকোমোটিভ মস্কো ও আরবি লাইপসিগ।
ঐ ম্যাচেও নজর থাকবে আতলেতির। চার ম্যাচ থেকে স্প্যানিশ ক্লাবটির সংগ্রহ ৫ পয়েন্ট। আর লোকোমোটিভের ঝুলিতে ৩। দুই দলেরই সুযোগ আছে নক আউটে যাওয়ার।
লা লিগায় টানা ছয় ম্যাচ জেতা আতলেতি চ্যাম্পিয়নস লিগে ভুগছে ধারাবাহিকতার অভাবে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোল বিধ্বস্ত হয় দিয়েগো সিমিওনির দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে সিমিওনি পাচ্ছেন না দুই অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেস এবং দিয়েগো কস্তাকে। তাদের জায়গায় দুই তরুণ জোয়াও ফেলিক্স এবং আনহেল কোরেয়া শুরু করবেন ম্যাচ।
বায়ার্নের একাদশে থাকতে পারে একাধিক পরিবর্তন। নক আউট নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যানেজার হানসি ফ্লিক নিজের বেঞ্চের শক্তি পরখ করে নিতে পারেন।
তেমনটা হলে, বায়ার্নের হয়ে সুযোগ পেতে পারেন মিডফিল্ডার হাভি মার্তিনেস, কোরেতিঁ তোলিসো এবং অ্যাটাকার লেরয় সানে।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় নিজেদের খেলা শেষ ১৫ ম্যাচে অপরাজিত বায়ার্ন। তবে স্পেনের মাটিতে খেলা শেষ ২৯ ম্যাচে ১৫টি হেরেছে বাভারিয়ান জায়ান্টরা।
আতলেতি-বায়ার্ন ম্যাচের একই সময়ে, লিভারপুল নিজ মাঠে মোকাবিলা করবে আয়াক্স আমস্টার্ডামকে। বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে নামছে ইন্টারনাৎসিওনাল। আর পোর্তো নিজ মাঠে লড়বে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে।