হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয়েছে আর্জেন্টিনার সাবেক কোচ আলেহান্দ্রো সাবেয়ার। বুধবার তাকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থতার নির্দিষ্ট কারণ জানা না গেলেও, ফুটবল ওয়েবসাইট গোল ডটকম জানায়, সাবেয়ার চিকিৎসকরা ধারণা করছেন, হাসপাতালে থাকা অবস্থাতেই নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৬ বছর বয়সী এই কোচ।
২০১১ থেকে ২০১৪ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন সাবেয়া। তার অধীনেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে লিওনেল মেসির দল।
আর্জেন্টিনাকে নিয়ে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ২০১১ সালে বাংলাদেশেও এসেছিলেন সাবেয়া।
২০১৪ সালের পর শারীরিক অসুস্থতার কারণে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন সাবেয়া। দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছেন তিনি।