পঞ্চমবার কোভিড টেস্ট দেয়ার পর করোনামুক্ত হলেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। করোনায় আক্রান্ত হওয়ার ১৫ দিন পর কোভিড টেস্টে নেগেটিভ এসেছে এই ইংলিশ কোচের। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে কাতার যাচ্ছেন জেমি।
সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মুজিববর্ষ আন্তর্জাতিক সিরিজে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে ১৪ নভেম্বর কোভিড টেস্টে পজিটিভ হন জেমি। পরে চারবার করোনা টেস্টে একই ফল আসে। এর মাঝে গত ১৯ নভেম্বর তাকে ছাড়াই কাতার যায় বাংলাদেশ দল।
জেমির অনুপস্থিতিতে দলের দায়িত্বে আছে সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস। এর মধ্যে জেমিকে ছাড়াই দুটি প্রস্স্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটিতেই হারতে হয়েছে তাদের।
৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য বুধবার (২ ডিসেম্বর) দোহা যাচ্ছেন জেমি। তার দুই দিন পর যেন তিনি দলের সঙ্গে মাঠে থাকতে পারেন সে লক্ষ্যে কাতার ফুটভবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করে কোয়ারেন্টিনের সময় কমানোর চেষ্টা করছে বাফুফে।
করোনামুক্ত হওয়ায় অনেকটাই স্বস্তিতে এই ইংলিশ কোচ। দলের সঙ্গে যোগ দিতে মরিয়া এই ট্যাকটিশিয়ান নিউজবাংলাকে বলেন, 'অবশেষে করোনামুক্ত হলাম। এটার জন্য অপেক্ষা করে ছিলাম। বুধবার কাতার যাচ্ছি। সবার সঙ্গে দেখা করতে অনেক এক্সাইটেড আমি।'