তিন দিন পর বিশ্বকাপ বাছাইপর্বে কাতারে বিপক্ষে নামছে বাংলাদেশ। দলের সমন্বয় ও ম্যাচের কৌশল নিয়ে কাজ চলছে। কাতার ম্যাচে দল আশানুরূপ ফল করবে বলে বিশ্বাস খেলোয়াড় ও কোচদের।
কাতার ম্যাচ সামনে রেখে সোমবার দেড় ঘণ্টার ট্রেনিং সেশন করেন ফুটবলাররা। দুপুরে জিম ও বিকালে সুইমিংপুলে সময় কাটায় স্কোয়াড।
ম্যাচের তিন দিন আগে দলের অগ্রগতিতে সন্তুষ্ট জাতীয় দলের মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুন। তিনি বলেন, ‘ট্রেনিং খুব ভালো হচ্ছে। ডে বাই ডে উন্নতি করছি। সুযোগ-সুবিধা ভালো পাচ্ছি। সবকিছু মিলে ভালো যাচ্ছে।
‘আমরা চাই কাতারের সঙ্গে একটা ভালো পারফরম্যান্স করতে। কাতার অনেক শক্তিশালী দল।’
সোমবার করোনা নেগেটিভ হওয়ায় বুধবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন হেড কোচ জেমি ডে। এতোদিন দলের দায়িত্ব ছিল তার সহকারী স্টুয়ার্ট পল ওয়াটকিসের।
কোচ জেমির অনুপস্থিতি দলের মধ্যে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে মামুনুল বলেন, ‘দলের প্রধান কোচ না থাকলে একটু প্রভাব পড়বে। তবে দলের সঙ্গে যারা কোচ হিসেবে আছেন তারা ভালো। জেমি আমাদের নির্দেশনা দিচ্ছেন ওখান থেকে। উৎসাহ দিচ্ছেন।’
গেম প্ল্যানে মনোযোগ দেয়া হচ্ছে বলে জানান গোলকিপার কোচ লেস ক্লিভলি। বলেন, ‘দলের টেকনিক্যাল ও ট্যাকটিকাল জায়গাগুলো নিয়ে কাজ করা হচ্ছে। কাতার ম্যাচের গেম গ্ল্যাম নিয়ে কাজ করা হচ্ছে। আশা করছি ম্যাচের আগে ফুটবলাররা প্রস্তুত থাকবেন।’
দুই প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। ৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয়পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে তারা।