সেরি আয় বিগ ম্যাচে রোমাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নাপোলি। ইতালিয়ান ক্লাবটি এই বড় জয় উৎসর্গ করেছে সাবেক অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনাকে।
ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলির হয়ে রাতে গোল করেন লরেঞ্জো ইনসিনিয়ে, ফাবিয়ান রুইজ, ড্রিস মের্টেনস এবং মাতেও পলিতানো।
নাপোলির স্টেডিয়াম সান পাওলোতে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় প্রয়াত ফুটবল ঈশ্বরের সম্মানে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় বিশেষ ভিডিও।
ম্যাচের ১০ মিনিটে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। এ সময়ে দুই দলের খেলোয়াড়েরা নাপোলির সাবেক দশ নম্বরের স্মৃতিতে করতালি দেন।
প্রথম গোল করার পর, সাইডলাইন থেকে ম্যারাডোনার নাম ও নম্বর সম্বলিত একটি জার্সি উঁচিয়ে ধরেন ইনসিনিয়ে।
ম্যারাডোনার স্মৃতির উদ্দেশে জয় উৎসর্গ করলেও মহামারির সময়ে নেপলসবাসীদের সতর্ক হওয়ার আহ্বান জানান নাপোলি হেড কোচ জেনারো গাত্তুসো।
ম্যাচ শেষে তিনি বলেন, 'আমাদের সবার হৃদ্যই ভারাক্রান্ত। কিন্তু এই মুহূর্তে শহরবাসীদের কিছুটা সচেতন হতে হবে। আমি অনেক লোককে মাস্ক ছাড়া রাস্তায় দেখেছি। ম্যারাডোনা একজন কিংবদন্তি। তার প্রতি আবেগের প্রদর্শনটা আমি বুঝি। কিন্তু এও আশা করি যে কাল (সোমবার) থেকে সবাই নিজেদের সুরক্ষায় ফিরে যাবেন। নাহলে ভবিষ্যতে আমাদের এর মূল্য দিতে হবে।'