সেনেগালের সাবেক তারকা পাপা বোবা দিওপ আর নেই। ৪২ বছর বয়সে মারা গেছেন ২০০২ বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডার। দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন তিনি। তবে, মৃত্যুর কারণ নির্দিষ্ট করে জানায়নি তার পরিবার।
তবে, ব্রিটিশ ও সেনেগালিস মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী তিনি এএলএস এর মতো মোটর নিউরন রোগে ভুগছিলেন।
সেনেগাল জাতীয় দলের হয়ে ২০০২ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ম্যাচজয়ী একমাত্র গোলটি করেন বোবা দিওপ। জাতীয় দলের হয়ে ৬৩ ম্যাচ খেলে ১১টি গোল করেন তিনি।
জাতীয় দল ছাড়াও ইউরোপের সেরা লিগগুলোতে খেলেছেন দিওপ। সুইজারল্যান্ডের গ্রাসহপার্স দিয়ে ক্যারিয়ার শুরু তার। এরপর ফ্রান্সের লেঁসে খেলে, চলে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগে। ২০০৪ সালে যোগ দেন ফুলহ্যামে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন তিনি। ছয় ফুট পাঁচ ইঞ্চির বিশাল গড়নের কারণে ভক্তরা তাকে নাম দেয় 'দ্য ওয়ারড্রোব'। ফুলহ্যামে তিন বছর কাটানোর পর দিওপ যোগ দেন পোর্টসমাউথে। সেখান থেকে গ্রিসের এইকে এথেন্সে খেলার পর আবারও ফেরেন ইংল্যান্ডে।
দ্বিতীয় দফায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও বার্মিংহাম সিটিতে কাটানোর পর ২০১৩ সালে ছেড়ে দেন ফুটবল।