বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ম্যারাডোনাকে গোল উৎসর্গ মেসির

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ নভেম্বর, ২০২০ ২১:৪৯

এরপরই সাইড লাইনের দিকে ছুটে যেয়ে নিজের জার্সি খুলে ভেতরে পরা নিউওয়েলসের একটি জার্সি দেখান। জার্সির নম্বর ছিল ১০।

ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচে করা গোল নিজের আইডল ডিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেন লিওনেল মেসি।ম্যারাডোনার আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি পড়ে নিজের গোল উৎসর্গ করেন আর্জেন্টিনা ও বার্সেলোনা অধিনায়ক।ম্যাচের আগে কাম্প ন্যুয়ে এক মিনিত নীরবতা পালন করা হয় প্রয়াত ফুটবল ঈশ্বরের জন্য।

এ সময় মাঠের সেন্টার সার্কেলে ম্যারাডোনার ১০ নম্বর জার্সিকে ঘিরে দাঁড়ান দুই দলের সব ফুটবলার ও ম্যাচ রেফারিরা। জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় ম্যারাডোনাকে নিয়ে বিশেষ ভিডিও। 

ম্যারাডোনার শূন্যতা পূরণে যে ফুটবলারকে ঘিরে আর্জেন্টাইন ও বিশ্বব্যাপি ফুটবল প্রেমিদের প্রত্যাশা, তিনি মেসি।ম্যারাডোনা নিজেও বহুবার মেসিকে নিজের উত্তরসূরি বলেছেন।

বার্সেলোনার ৪-০ গোলের জয়ের ম্যাচে মেসি দলের চার নম্বর গোলটি করেন।

ম্যাচের আগে নীরবতা পালনের সময়ই মেসির চোখে ছিল অশ্রু। গোল করার পর বার্সেলোনার জার্সিটা খুলে ফেললেন, নীচে দেখা গেল নিউওয়েলস ওল্ড বয়েজের পুরনো একটি জার্সি। যার পেছনের নম্বরটা ১০।এটি ছিল নিউওয়েলসে খেলার সময় ম্যারাডোনার জার্সি। সেই জার্সি পরে আকাশের দিকে দুহাত তুলে মেসি যেন বলতে চাইলেন, ‘ডিয়েগো, এটা তোমার জন্য!’

আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ক্লাবটির হয়ে খেলছেন মেসি ও ম্যারাডোনা দুইজনই।

এ বিভাগের আরো খবর