বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলাভেস হারাল রিয়ালকে, ব্যাখ্যা নেই জিদানের কাছে

  •    
  • ২৯ নভেম্বর, ২০২০ ১১:১২

রিয়ালের জন্য দুঃসংবাদ ছিল তারকা ফরোয়ার্ড ইডেন অ্যাজারের ইনজুরি। ম্যাচের ২৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে যান এই বেলজিয়ান।

লা লিগায় ধারাবাহিকতা পাচ্ছেই না রিয়াল মাদ্রিদ। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টারনাৎসিওনালের বিপক্ষে দারুণ পারফর্মেন্সের পরের ম্যাচে হোঁচট খেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।নিজ মাঠে দেপোর্তিভো আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে জিনেদিন জিদানের দল।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জন্য এক মিনিটের নীরবতা শেষে শুরু হয় ম্যাচ।

প্রথমার্ধে রিয়ালের জন্য দুঃসংবাদ ছিল তারকা ফরোয়ার্ড ইডেন অ্যাজারের ইনজুরি। ম্যাচের ২৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে যান এই বেলজিয়ান।

ততক্ষণে ১-০ গোলে পিছিয়ে পড়েছে রিয়াল। ম্যাচের ৫ মিনিটেই নাচো মনরিয়াল নিজেদের বক্সে হ্যান্ডবল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট থেকে সফরকারী আলাভেসকে এগিয়ে নেন লুকাস পেরেস।

নিজের মাঠে পিছিয়ে পড়ে কিছুটা হতচকিত হয়ে পড়ে চ্যাম্পিয়নরা। আক্রমণের মাত্রা বাড়ালেও গোলের দেখা পায়নি। এর মধ্যেই মাঠ ছেড়ে যান অ্যাজার। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।দ্বিতীয়ার্ধের শুরুতেও ধাক্কা খায় স্বাগতিক দল। ৪৯ মিনিটে থিবো কোঁতোয়ার ভুলে সুযোগ পেয়ে যায় আলাভেস।

কাসেমিরোকে পাস দিয়ে যেয়ে আলাভেসের স্ট্রাইকার হোসেলুর পায়ে বল তুলে দেন এই বেলজিয়ান গোলকিপার। সেখান থেকে ব্যবধান ২-০ করতে কোনো ভুল করেননি তিনি।

বাকি সময়ে এক গোল শোধ করতে পারেন রিয়াল। ৮৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট আলাভেস গোলকিপার ফার্নানদো পাচেকো প্রতিহত করলে, ফিরতি বলে গোল করেন কাসেমিরো।

তার গোল রিয়ালের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। শেষ পাঁচ ম্যাচে দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে তারা।

এমন হারের কোনো অজুহাত দেননি জিদান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল বস বলেন, 'আমার কাছে ব্যাখ্যা নেই। আজ রাতে আমরা ভাল মুহূর্তগুলোর সঙ্গে খারাপ মুহূর্তগুলো বদল করেছি। সেদিন মিলানের মাঠে আমরা ভাল খেলেছি, কিন্তু আজ কিছু বলার নেই। এটাই বাস্তবতা। আমাদের বাস্তবতা। এখন একটা কাজই করার আছে সেটা হলো, পরিশ্রম করে যাওয়া। আমাদের ধারাবাহিকতা নেই।'

এ বিভাগের আরো খবর