বিশ্বকাপ বাছাইপর্বে কাতার ম্যাচের আগে দুইটি প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাতারের দ্বিতীয় ডিভিশনের দল লুসাইল ফুটবল ক্লাবের সঙ্গে ১-০ ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়ারা।
কাতারের সুপার ক্লাবের এক নম্বর মাঠে বাংলাদেশ সময় সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এর আগে প্রথম ম্যাচে বুধবার কাতারের স্থানীয় আর্মি ফুটবল দলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে নিয়মিত গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে বসিয়ে নেপাল সিরিজে অভিষেক হওয়া আনিসুর রহমান জিকোকে নামানো হয়।
ম্যাচের শুরু থেকে দুই দলই সমান তালে খেলতে থাকে। জামাল ভূঁইয়ারা নিজেদের মধ্যে গুছিয়ে খেলতে শুরু করেছিল কাতারের দ্বিতীয় ডিভিশনের দলটির বিপক্ষে। তবে প্রথমার্ধের ২৪ মিনিটেই স্বাগতিকরিা এগিয়ে যায় আব্দুল রাহমানের গোলে।
এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ সাজাতে থাকে রবিউল-সুফিলরা। তবে কাঙ্ক্ষিত গোলটি পেতে পেতেও পাওয়া হয়নি তাদের। তাই ১-০ গোল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজদের। এর মধ্য দিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ।
৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় পর্বে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ।