কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। লা লিগা টেবিলে তারা আছে ১১ নম্বরে। অল্প কিছু দিন আগেই পদত্যাগ করেছেন সভাপতি হোসেপ মারিয়া বার্তোমিউ। তবে তার চেয়েও বড় দুশ্চিন্তা ছিল তাদের ঋণের বোঝা।
২০১৯-২০ অর্থবছরে বার্সেলোনার লোকসান হয় ৯৭ মিলিয়ন ইউরো। ঋণের পরিমাণ দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৪৮৮ মিলিয়ন ইউরোয়।
সেই চাপে বেশ কিছু দিন ধরে খেলোয়াড়দের সাথে বেতন কমানো নিয়ে আলোচনা করছিল কাতালান ক্লাবটি। অবশেষে খেলোয়াড়রা রাজি হলেন প্রস্তাবে।
মৌসুমে সব খেলোয়াড় এবং কোচ ৩০ শতাংশ বেতন কমানোর প্রস্তাবে রাজি হয়েছেন। ফলে ক্লাবটি এই বছরে ১২২ মিলিয়ন ইউরো বাঁচাতে পারবে। যা তাদের লোকসান থেকে বের হয়ে আসতে সাহায্য করবে।
এই বেতন কমানোর পুরষ্কার হিসেবে পরের তিন বছর মিলিয়ে ফুটবলাররা অতিরিক্ত ৫০ মিলিয়ন ইউরো পাবেন ক্লাবের পক্ষ থেকে।
করোনাভাইরাস প্রকোপে সব ধরণের খেলাধুলা বন্ধ হয়ে গেলে ৭০ শতাংশ বেতন না নেওয়ার সিদ্ধান্ত নেন বার্সেলোনার খেলোয়াড়রা।